আরও ১১৭ মৃত্যু

ফাইল ছবি

ঢাকা: গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মধ্যে পুরুষ ৫৩ জন ও নারী ৬৪ জন। ঢাকা বিভাগের সবচেয়ে বেশি ৪০ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে ২৯ জন, সিলেট বিভাগে ১৩ এবং খুলনা বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে। বাকিরা অন্যান্য বিভাগের।

নতুন শনাক্ত ৫ হাজার ৭১৭ জন। গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৭৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়ে ১৫ দশমিক ৫৪ শতাংশ।

আগের দিন ৩১ হাজার ৬৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ১৫ দশমিক ১৬ শতাংশ।

সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত (সোমবার সকালে হালনাগাদ) বিশ্বে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২১ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৩০৩ জন। আর মৃত্যু হয়েছে ৪৪ লাখ ২৪ হাজার ৩৪১ জনের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫। মোট মৃত্যু হয়েছে ২৫ হাজার ৩৯৯ জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৮২ জন।

শেয়ার করুন