বান্দরবানে নিরাপত্তার স্বার্থে ৭২ সিসি ক্যামেরা স্থাপন

বান্দরবান : বান্দরবান বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা, অপরাধ দমন ও নিয়ন্ত্রনের
উদ্দেশ্যে গুরুত্বপূর্ণস্থানে ৭২ টি সিসি ক্যামরার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩৫ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান বাজার মসজিদের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

পরে সিসি ক্যামেরা উদ্বোধন শেষে বাজার এলাকায় বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, বান্দরবান বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে স্থাপিত সিসি ক্যামেরা শুধুমাত্র অপরাধ দমনে নয় বরং বাজারে আগত বিভিন্ন পর্যটকদের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে।

মন্ত্রী আরো বলেন, বাজারে বিভিন্ন প্রকৃতির মানুষের আগমন ঘটে। তাই অপরাধীদের সনাক্তকরণে সিসি ক্যামেরা স্থাপন একটি যুগান্তকারী পদক্ষেপ। ইতোমধ্যে বাজার এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৭২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এসময় মন্ত্রী বীর বাহাদুর আগামীতে বান্দরবানের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

আলোচনা সভায় বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মাষ্টার মুহাম্মদ
গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, ব্যবসায়ী ঐক্য পরিষদের সহ-সভাপতি বিমল কান্তি দাশ,
৪নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মোঃ ওমর ফারুকসহ প্রমুখ।