চবি ভর্তি পরীক্ষা: রুটিনে আসতে পারে পরিবর্তন

চট্টগ্রাম : ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। ভর্তি পরীক্ষার সময় বিভিন্ন বিভাগের পরীক্ষার পূর্বঘোষিত রুটিনে আসবে পরিবর্তন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে ক্লাস ও পরীক্ষার স্থগিতাদেশ রয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর, ২১ অক্টোবর থেকে ২৩ অক্টোবর এবং ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ২১তম সভার সিদ্ধান্তক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রাক-প্রস্তুতি এবং ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও সেমিনারসহ সকল অ্যাকাডেমিক কার্যক্রম ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর, ২১ অক্টোবর থেকে ২৩ অক্টোবর এবং ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।

শেয়ার করুন