[caption id="attachment_76657" align="aligncenter" width="720"]
বান্দরবানে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা[/caption]
বাসুদেব বিশ্বাস (বান্দরবান) : ওজন বৃদ্ধির কৌশল হিসেবে চিংড়ি মাছে বিষাক্ত জেলি ঢুকিয়ে বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।
সুত্রে জানা যায়, ইমন নামে এক ক্রেতা বান্দরবান বাজার থেকে চিংড়ি মাছ ক্রয় করে বাসায় নিয়ে যাওয়ার পর মাছে বিষাক্ত জেলি পেলে তিনি বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানায়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিসেষ্ট্রট মো. মাসুদুর রহমান রুবেল ভ্রাম্যমাণ আদালতের একটি টীম নিয়ে মাছ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
আরো পড়ুন : পাহাড়ের স্কুলে স্কুলে উৎসব : পরিদর্শনে ডিসি ও পাজেপ চেয়ারম্যান
আরো পড়ুন : বহদ্দারহাটের ‘আতঙ্ক’ কায়সার অবশেষে গ্রেফতার
এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চিংড়ি মাছে ওজন বৃদ্ধির জন্য বিষাক্ত জেলি ঢুকিয়ে চিংড়ি বিক্রির অপরাধে মো. ইমরান (২৯) নামের ওই মাছ ব্যবসায়ীকে ২০হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিসেষ্ট্রট মো. মাসুদুর রহমান রুবেল, জেলা স্যানিটারী পরিদর্শক সুশীলা কর্মকারসহ প্রশাসন ও পুলিশের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত