অভিভাবকদের জটলা স্বাস্থ্যবিধির লঙ্ঘন: দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ঢাকা : স্কুলের বাইরে অভিভাবকেরা জটলা করছেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষক-শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানছে। কিন্তু অভিভাবকেরা অধিকাংশ জায়গায় তা মানছেন না এটি স্বাস্থ্যবিধির লঙ্ঘন।

রোববার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, সংক্রমণের হার কমে এলে সব ক্লাস নেওয়া যাবে। যদি বেড়ে যায় তখন কারিগরি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডেঙ্গুর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে দীপু মনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের কোথাও আবর্জনা দেখা গেলে এ বিষয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যবিধির বিষয়টি কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরুর চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে আমাদের কাজ চলছে। টিকা দেওয়া শেষ করে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় খোলা যাবে। উপাচার্যদের ইতিমধ্যে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন