হাটহাজারীতে জশনে জুলুছ ও সুন্নি সম্মেলন

চট্টগ্রাম : হাটহাজারী পৌর এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে জশনে জুলুছ ও সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) হযরতুল আল্লামা ছিদ্দিক আহমদ তলোয়ার বাংলা (রহঃ) ফাউন্ডেশন ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় সকাল ১০টায় ছিদ্দিকীয়া দরবার শরীফ থেকে বিশাল জশনে জুলুছটি চট্টগ্রাম নাজিরহাট সড়ক হয়ে হাটহাজারী কাচারী সড়ক, কলেজ গেইট, চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক বাসস্ট্যন্ড হয়ে মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

আরো পড়ুন : চট্টগ্রামে হঠাৎ বিস্ফোরণ—৩ দগ্ধের ১জন মারা গেছে
আরো পড়ুন : কাপ্তাইয়ে ইউপি আওয়ামী লীগ সভাপতি গুলিতে নিহত

এ সময় জুলুছে কলেমা খচিত পতাকা, জাতীয় পতাকা, আরবী লেখার বিভিন্ন ব্যানার, পেষ্টুন হাতে ইয়া নবী সালামুআলাইকাসহ বিভিন্ন ইসলামিক শ্লোগান দিতে শোনা যায়। মোটরসাইকেল, বাইসাইকেল, কার, রিকশাসহ বিভিন্ন বাহনকে সুসজ্জিত করে জুলুছে অংশগ্রহন করে নবীর প্রেমিকরা।

জুলুছ শেষে এডভোকেট আলহাজ্ব সৈয়্যদ মোখতার আহমদ ছিদ্দিকীর সভাপতিত্বে ও যুবসেনা নেতা মোঃ নাছির উদ্দিন রুবেলের সঞ্চালনায় সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে ছদারত করেন মেখল শাহ আজিজিয়া রজভীয়া সুন্নীয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুফতি মোহাম্মদ শাহ আলম। পরে মিলাদ কিয়াম শেষে সবার মাঝে তবারুক বিতরণ করা হয়।

এর আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন ছিদ্দিকীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব কাজী সৈয়্যদ আতিক উল্লাহ ছিদ্দিকী।

এসময় শাহজাদা সৈয়্যদ তানভীর আহমদ ছিদ্দিকী, গাউছিয়া কমিটি বাংলাদেশ পৌর ব্যবসায়ী শাখা সভাপতি মোঃ রফিকুল হাসান, উপজেলা পশ্চিম পরিষদের সভাপতি মোঃ হারুন সওদাগর, ইসলামী ফ্রন্ট উপজেলা সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সেকান্দর মিয়া, পৌরসভা যুবনেতা মোঃ নেজাম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন