আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের তালা সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে

আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের তালা সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে

চট্টগ্রাম : আইন বিভাগ থেকে পাশ করার ৩ বছর পরও বার কাউন্সিলের অ্যাডভোকেটশীপ পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় ক্ষুব্দ শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দিয়েছে সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রধান ক্যাম্পাসের ক্লাসরুম ও অফিসে। শিক্ষার্থীদের দাবী, আগামী বছরের মার্চের বার কাউন্সিল পরীক্ষার আগে সৃষ্ট সমস্যার সমাধান করতে হবে। বিষয়টির সমাধান হলেই ক্লাসরুম ও অফিসের তালা খোলা হবে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বায়েজিদ থানার আরেফিন নগর এলাকার মূল ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন : সিএমপিতে ডোপ টেস্ট : চাকরিচ্যুত ৬, শনাক্ত ১১

এ বিষয়ে আইন বিভাগের একাধিক প্রাক্তন ছাত্র জানান, তারা আইন বিভাগে প্রায় ২৩০ জন শিক্ষার্থী পাশ করে বেরিয়েছেন ৩ বছর হলো। এখনও তারা বার কাউন্সিলের অ্যাডভোকেটশীপ পরীক্ষা দিতে পারেননি প্রয়োজনীয় কাগজপত্রের জন্য। তাদের পাঁচটা ব্যাচকে অবৈধ হিসেবে ধরা হচ্ছে। বিষয়টি তারা তিন বছর ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েও কোন সমাধান পাননি। উল্টো কিছু অজুহাত দেখিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।’

তারা আরো জানান, কিছু দিন আগে বিশ্ববিদ্যালয় থেকে হাইকোর্টে রিট করেছে। কিন্তু বারবার শুনানির তারিখ পরিবর্তন করা হচ্ছে। তাছাড়া তাদের সনদে স্বাক্ষরজনিত সমস্যাও আছে। কেউ চাকরির পরীক্ষা দিতে গেল এই সনদ গ্রহণ করছে না। তাদের আগামী বছরের মার্চের মধ্যে বার কাউন্সিল পরীক্ষা দিতে হবে। তাদের দাবী, মার্চের বার কাউন্সিলের পরীক্ষার আগে এটার সমাধান করতে হবে। বার কাউন্সিলের তালিকাভুক্ত হওয়ার বিষয়টির সমাধান হলেই ক্লাসরুম ও অফিসের তালা খোলা হবে।’

এবিষয়ে সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মো. সাইদুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। ভুল বুঝাবুঝির কারণে এমনটা হয়েছে।’

শেয়ার করুন