মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

নিহত মো. সানাউল্ল্যাহ মাষ্টার

চট্টগ্রাম (মিরসরাই) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি প্রাইভেট কারের ধাক্কায় মো. সানাউল্ল্যাহ মাষ্টার (৬০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। পরে পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় ঘাতক প্রাইভেট কারটি আটক করেছে পুলিশ।

রোববার (২১ নভেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার মস্তানগর ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানাউল্ল্যাহ মাষ্টার উপজেলার মস্তানগর জামেয়া রাহমানিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন মো. সানাউল্ল্যাহ মাষ্টার। এ সময় প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ২৯১৮৬৮) ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরো পড়ুন : শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ বান্দরবানে

এদিকে, ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশসহ স্থানীয়দের সহযোগীতায় গাড়িটিকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শরফুদ্দীন।