চট্টগ্রামে আবারো নালায় পড়ে গেছে দুই পথশিশু, একজন এখন নিখোঁজ

চট্টগ্রামে আবারো নালায় পড়ে গেছে দুই পথশিশু। (ইনসেটে), নিখোঁজ কামাল

চট্টগ্রাম : নগরীর ষোলশহর এলাকায় আবারো নালায় পড়ে গেছে দুই শিশু। তাদের মধ্যে রাকিব(১৪) কোনমতে উঠে আসতে পারলেও মো. কামাল(১০) নামের এক শিশু এখনও নিখোঁজ রয়েছে। খবর পেয়ে উদ্ধার অভিযানে নেমেছে একদল ফায়ার সার্ভিস কর্মী। নিখোঁজ শিশু কামাল ষোলশহর স্টেশন এলাকার মানসিক ভারসাম্যহীন মো. কাউসারের ছেলে।

সোমবার (৬ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে নালায় পড়ে যায় দুই পথ শিশু। তবে ঘটনার অন্তত ২৪ ঘন্টা পর জানানো হয় ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে মঙ্গলবার বিকেল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছে।

আরো পড়ুন : সীতাকুণ্ড প্রেসক্লাবের কার্যকরী কমিটির শপথ ও অভিষেক
আরো পড়ুন : অং সান সু চির চার বছরের কারাদণ্ড

জানা গেছে সোমবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে রাকিব (১৪) ও মো. কামাল (১০) নামের দুই শিশু সড়কের পাশে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় চিটাগং শপিং কমপ্লেক্সের বিপরীতে ভূমি অফিসের সামনে চশমা খালে পড়ে যায়। এ সময় রাকিব উঠে আসতে পারলেও কামাল উঠতে পারেনি। পরে নিখোঁজ শিশুর বাবাকে জানানো হয়। তার বাবা মানসিক ভারসাম্যহীন হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিতে পারেনি। পরে আজ (মঙ্গলবার) খবর পেয়ে নিখোঁজ কামালকে উদ্ধারে অভিযান চালায় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মীরা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী জানান, আজ (মঙ্গলবার) বিকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশী চালাচ্ছি। আমাদের টিম ওই শিশুকে খোঁজাখুঁজি করছে। কিন্তু তাকে এখনও খোঁজে পাওয়া যায়নি। আমাদের আরো একটি ডুবুরি দলও এসেছে।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, এ রকম কোনো ঘটনা আমরা শুনিনি। এ ব্যাপারে আমাদের কাছে কেউ অভিযোগও করেনি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।

এর আগে চলতি বছরের ২৫ আগষ্ট মুরাদপুর এলাকায় নালায় পড়ে নিখোঁজ হন ছালেহ আহমেদ (৫০) নামের এক পথচারী। যার খোঁজ আজও পাওয়া যায়নি। এরপর গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে আগ্রাবাদ বাদামতলী এলাকায় নালায় পড়ে মারা যান সেহরিন মাহমুদ সাদিয়া নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। পরে তার লাশ উদ্ধার করা হয়।

শেয়ার করুন