থানচিতে আফিমসহ তিনজন আটক

বাসুদেব বিশ্বাস,বান্দরবান : র‌্যাব-৭ ও বিজিবি’র যৌথ অভিযানে বান্দরবানের থানচি উপজেলা থেকে নিষিদ্ধ মাদক আফিমসহ ৩জনকে আটক করা হয়েছে।

১৯ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার দিকে থানচি উপজেলা বাজারের সেগুন ঝিরি গেষ্ট হাউজ হতে তাদের আটক করা হয়।

সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ চট্টগ্রাম এবং ৩৮ বিজিবির সদস্যরা থানচি বাজারে একটি অভিযান পরিচালনা করে। এসময় সেগুন ঝিরি গেষ্ট হাউজ থেকে আফিমসহ তিন যুবককে আটক করা হয়। এসময় তাদের তল্লাশি করে ১ কেজি ৫০গ্রাম নিষিদ্ধ আফিম উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলো বান্দরবানের থানচির রেমাক্রী ইউনিয়নের বাসিন্দা রুমতুই ম্রো (৩০), মেন রাই ম্রো (২৫) এবং রিংওয়ই ম্রো (২৭)।
এদিকে আসামীদের আফিমসহ রাতেই থানচি থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, ৩জন আসামীকে আফিমসহ থানায় হস্তান্তর করা হয়েছে এবং এই বিষয়ে থানচি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন