পর্যটকে মুখরিত পার্বত্য জেলা বান্দরবান

বাসুদেব বিশ্বাস,বান্দরবান : প্রাকৃতিক দৃশ্য আর বিচিত্রময় জীবন ধারার মাঝে পাহাড়ী জেলা বান্দরবান। প্রকৃতির নির্মল স্বাদ পেতে পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থান বান্দরবান। পাহাড়-পর্বত ছাড়াও এখানে রয়েছে অসংখ্য ঝিরি-ঝর্ণা, মেঘলার লেক, নজরকারা স্বর্ণমন্দির, নীলাচল, নীলগিরি, শৈলপ্রপাত, চিম্বুকসহ সরকারী-বেসরকারী অনেকগুলো পর্যটন স্পট। সবকিছু মিলিয়ে ঈদের টানা ছুটিতে ভ্রমণ পিপাসু পর্যটকের পদভারে এখন ও মুখর হয়ে উঠছে পাহাড়ী জেলা বান্দরবান। পুরো শহর জুড়েই পরিণত হয়েছে মিলন মেলায়। পর্যটকের বাড়তি চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হোটেল-মোটেল, গেস্ট হাউজ, রেস্ট হাউজ মালিকসহ পর্যটনশিল্পে সংশ্লিষ্ট ব্যবসায়ী, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী।

বান্দরবানের নীলাচল পর্যটনকেন্দ্রে ভ্রমণে আসা পর্যটক মো: রফিকুল আলম জানান, পার্বত্য এলাকা অনেক সুন্দর, পাহাড়ী ঝর্ণা ও উচুনিচু পাঁহাড় সৌন্দর্য্য আরও প্রাকৃতিক সৌন্দর্য্য আমাদের মনকে নতুনভাবে জাগিয়ে তুলে, সত্যিই অসাধারণ বান্দরবানের প্রাকৃতিক দৃশ্য।

বান্দরবানের মেঘলা পর্যটনকেন্দ্রে বেড়াতে আসা পর্যটক আনিসুর রহমান রুবেল বলেন, বান্দরবানের সৌন্দর্য্য অতুলনীয়। বান্দরবানের বিনোদন কেন্দ্রগুলো বেড়াতে আমাদের অনেক মজার লাগে। আমরা পরিবার পরিজন নিয়ে প্রায়ই বান্দরবান ভ্রমনে আসি এবং পাহাড়, নদী আর ঝর্ণার পাশে থেকে সময় কাটাই।

বান্দরবানের হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম বলেন, ঈদের এই টানা ছুটিতে পর্যটকের উপস্থিতি লক্ষ্য করা গেছে, এবছর ঈদে বান্দরবানে অনেক পর্যটক আসছে দেখলাম। বান্দরবানের নাম যেভাবে ছড়িয়ে পড়ছে আশা করি আগামীতে আরো পর্যটক এই জেলায় আগমন করবে ও জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র ভ্রমন করবে এবং বান্দরবান জেলার সুনাম দেশ বিদেশে ছড়িয়ে যাবে। হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম আরো বলেন, পরিস্থিতি অনুকুল হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর পর্যটকদের আগমন ঘটেছে এই জেলায় এবং সামনে আরো পর্যটক আসবে এখানে এমটাই আশা করি।

টুরিস্ট পুলিশ বান্দরবান জোনের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হালিম জানান, পর্যটকরা যাতে বান্দরবান জেলায় নিরাপদে ভ্রমন করতে পারে সে লক্ষে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে, এছাড়া ও বিভিন্ন পর্যটন কেন্দ্রে টুরিস্ট পুলিশ রয়েছে, তারা সার্বক্ষণিক টহল দিচ্ছে। তিনি আরো জানান, বান্দরবান এসে কোনো পর্যটক যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রাখছি।

এবারের ঈদ ভ্রমন সবার জন্য আনন্দময় হোক, আর ঈদের ছুটি শেষে পার্বত্য জেলা বান্দরবান থেকে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফেরত যাবে পর্যটকেরা এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের।

শেয়ার করুন