সাংবাদিক ফোরকান আবু’র মায়ের ইন্তেকাল ; সীতাকুণ্ডের বিশিষ্টজনের শোক প্রকাশ

সাংবাদিক ফোরকান আবুর মায়ের নামাজে জানাজায় ইমামতি করছেন আল্লামা মুফতি আবুল ইরফান হাশেমী।

হাকিম মোল্লা: সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি সৈয়দ ফোরকান আবুর মা জারিয়া বেগম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৬ জুলাই) ভোর সাড়ে চারটার সময় তিনি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি এক পুত্র, নাতী-নাতনীসহ বহুগুণগ্রাহী রেখে যান।

বাদ জোহর হযরত পীর বার আউলিয়া (র:) দরগাহ শরীফ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজার পর তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়। নামাজে জানাজায় ইমামতি করেন আল্লামা মুফতি আবুল ইরফান হাশেমী।

নামাজে জানাজায় সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সাংবাদিক সৈয়দ ফোরকান আবুর মায়ের মৃত্যুতে সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলশাদ, হযরত পীর বার আউলিয়া ওয়াকফ এস্টেটের মোতোওয়াল্লী আলহাজ্ব এস এম মাকসুদুল আলম, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম, হেদায়েত উল্লাহ, প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল মরহুমার শোকসপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। সীতাকুণ্ড প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমার কবরে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

সাংবাদিক সৈয়দ ফোরকান আবুর বাবা মরহুর মাওলানা সৈয়দ মোঃ নুরুল ইসলাম বোখারী একজন টাইটেল পাস মাওলানা ছিলেন। জ্ঞানের এই বাতিঘর সীতাকুণ্ড উপজেলার হযরত পীর বার আউলিয়া ওয়াকফ এস্টেটের খাদেমের দায়িত্ব পালন করেন। সাংবাদিক সৈয়দ ফোরকান আবুর একমাত্র বড় ভাই আলহাজ্ব মরহুম মাওলানা স,ম,শাহে এমরান বোখারীও মৃত্যুর পূর্ব পর্যন্ত হযরত পীর বার আউলিয়া দরগাহ শরীফের সুপারিটেন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন