সীতাকুণ্ডে ৩৮ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

সীতাকুণ্ড উপজেলা প্রশাসন আয়োজিত প্রধানমন্ত্রীর ঘর উপহার উদ্বোধন অনুষ্ঠান

হাকিম  মোল্লা: সীতাকুণ্ড উপজেলা প্রশাসন আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬২২৯ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর অনুষ্ঠান বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন।
সারাদেশে ২৬,২২৯টি  প্রধানমন্ত্রীর উপহার সরুপ যে ঘর উদ্বোধন করা হয় তার মধ্যে সীতাকুণ্ডেরও রয়েছে ৩৮টি ঘর। তৃতীয় দফায় এসব ঘর নির্মাণ করা হয়েছে উপজেলার জঙ্গল সলিমপুর সিডিএ এলাকায়।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সীতাকুণ্ড সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলমের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও কৃষিবীদ মো: হাবিবুল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন, সলিমপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দীন আজীজ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী,সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন।

শেয়ার করুন