পাহাড় ধস : রাঙ্গামাটিতে উদ্ধার করতে গিয়ে প্রাণ দিলেন ৬ সেনা সদস্য

ফাইল ছবি

রাঙ্গামাটির মানিক ছড়িতে পাহাড় ধস আর প্রবল বৃষ্টিতে আটকা পরা মানুষ উদ্ধার করতে এসে ওই পাহাড়ের মাটিপাচা পরে সেনাবাহিনীর ৬ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬জন। তাদের অবস্থা আশংকাজনক। দুর্যোগপূর্ন আবহাওয়ার কারণে আহতদের অন্যত্র সরিয়ে নিতে না পারায় স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

মঙ্গলবার (১৩ জুন) রাঙ্গামাটির মানিকছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। আটকা পড়ে যায় শতশত মানুষ। এ সময় পাশে থাকা সেনাবাহিনীর সদস্যরা ছিলেন, উদ্ধার করতে এসে তারাই মাটির নিচে চাপা পরে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-মেজর মাহফুজ, ক্যাপটেন তানভির, করপোরাল আজিজ, সৈনিক শাহিন। বাকিদের নাম জানা যায়নি। এ ঘটনায় আহত আরও ৬ সেনাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হলেও প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়ায় তা সম্ভব হয় নি। অন্যদিকে মানিকছড়ি থেকে রাঙ্গামটিতেও নেওয়া যাচ্ছে না আহতদেরকে। পরে তাদেরকে স্থানীয়ভাবেই চিকিৎসা দেওয়া হয়। জানা গেছে, তাদের অবস্থাও আশঙ্কাজনক।

শেয়ার করুন