সীতাকুণ্ডে সরকারি পুকুর দখলের চেষ্টা

৫০ বছরের পুরোনো সরকারি একটি পুকুরের পাড় দখল করার চেষ্টা চলছে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে।

সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বাড়বকুণ্ড  বাজারের পশ্চিম পাশে অবস্থিত সরকারি জায়গার উপর বাড়বকুণ্ড কেন্দ্রীয় জামে মসজিদ পুকুরটি দখলের প্রতিযোগিতায় নেমেছে অনেকেই। গত বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুরটি একটি অংশ পুকুরের পাশের দোকানদার মোঃ ইব্রাহিম ডিলার লোকজন লাগিয়ে বড় বড় বাঁশ ব্যবহার করে ঘেরা বেড়া দিয়ে দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করছে। বাড়বকুণ্ড বাজারের অনেক দোকানদার ক্ষোভের সঙ্গে বলেন, মহাসড়কের পাশে সরকারি পুকুরটি দখলকরে স্থাপনা নির্মাণ করা খুবই দুঃখজনক ঘটনা, দেখার কি কেউ নেই? দখল বিষয়ে জানতে দোকানদার ইব্রাহিম ডিলারের ছেলে শাহাদাতকে জিজ্ঞাসা করলে তিনি বলেন কাজ আপাতত বন্ধ রেখেছেন, সিদ্ধান্ত হওয়ার পর কাজ শুরু করবেন। এবিষযয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম বলেন, কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।

অন্যদিকে দখলকারীর পক্ষ নিয়ে২/১ একজন দলীয় নেতা নিউজটি না করতে বলেন।

শেয়ার করুন