সৃজনী ললিতকলা একাডেমির দুই দিন ব্যাপি ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সৃজনী ললিতকলা একাডেমির ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাধীনতা দিবস উপলক্ষে দুই দিন ব্যাপি সাংস্কৃতিক প্রতিযোগিতা আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন । সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যেবাহী সাংস্কৃতিক সংগঠন সৃজনী ললিতকলা একাডেমির ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান গতকাল শনিবার বিকাল তিনটায় বিজয় স্মরণী কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় । এতে সংগঠনের সভাপতি নন্দন রায় এর সভাপতিত্বে ও প্রতিযোগিতা উদযাপন কমিটির আহবায়ক গিয়াস উদ্দিন টিটুর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম , সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সাংবাদিক লিটন কুমার চৌধুরী, এন বি স্টিলের ব্যাবস্হাপনা পরিচালক মো তসলিম উদ্দিন , লালবাগ শীপ ব্রেকিং এর পরিচালক মোহাম্মদ নাজিম উদদ্দোলা।  বক্তারা বলেন বর্তমানে আমাদের চারিদিকে সন্রাস, মাদকাসক্ত, হিংসা বৃদ্ধি পাচ্ছে। তার একমাত্র কারণ আমরা সাংস্কৃতিক কর্ম কাণ্ড থেকে দুরে সরে যাচ্ছি । সৃজনী ললিতকলা একাডেমি দীর্ঘ ২৮ বছর ধরে আলোকিত মানুষ সৃষ্টির জন্য সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে আসছে । আজকে যারা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পেয়েছে তারা লেখা পড়ার পাশাপাশি প্রতিভা বিকাশ মূলক কর্মকাণ্ডে জড়িত থেকে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে । ছোট ছোট শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা জাগিয়ে তোলার মাধ্যম সাংস্কৃতিক চর্চা । দেশের কৃষ্টি, সংস্কৃতি সমৃদ্ধ হবে বেশি বেশি সাংস্কৃতিক  চর্চার মাধ্যমে। তাহলেই একটি স্থিতিশীল, সন্রাস মুক্ত, দূর্নীতি মুক্ত ও জংগিবাদ মুক্ত দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে । অতিথিরা একাডেমির শিশু কিশোরদের সঙ্গীত ও নৃত্য পরিবেশনা উপভোগ করেন ।চিত্রাঙ্কন, রবীন্দ্র, নজরুল, দেশের গান ও নৃত্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিরিশ জনকে ক্রেষ্ট ও সার্টিফিকেট  প্রদান করা হয় বিশ জনকে উৎসাহ পুরস্কার হিসেবে সার্টিফিকেট দেওয়া হয় এবং  অতিথি মহোদয়ের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এর আগে গত ১১ মার্চ শনিবার সকাল দশটায়  সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা হয় । অনুষ্ঠান আয়োজনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য উজ্জ্বল পাল , চিত্রাঙ্কন শিক্ষক আরিফুল ইসলাম ,রোকসানা আক্তার, নৃত্য শিক্ষক সৌরভ চক্রবর্তী, টিটু নাথ, নন্দন রুদ্র , তন্ময় পাল শ্রাবণ পাল প্রমুখ ।

শেয়ার করুন