সংবাদ সম্মেলনে জাজ মাল্টিমিডিয়া
‘বস টু’ যৌথ প্রযোজনার সব নীতিমালা অনুসরণ করেছে, মুক্তিতে বাধা হবে না’

সংবাদ সম্মেলনে জিৎ-ফারিয়ার পাশে প্রযোজক আবদুল আজিজ

জিৎ-ফারিয়াকে নিয়ে ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।  যৌথ প্রযোজনার ছবি ‘বস-টু’-এর প্রচারণা ও ইফতার আয়োজন।  এতে উপস্থিত ছিলেন ছবির অপর প্রযোজনা প্রতিষ্ঠান জিৎস ফিল্ম ওয়ার্কসের প্রধান ও নায়ক জিৎ, নায়িকা নুসরাত ফারিয়া ও জাজের চেয়ারম্যান আবদুল আজিজসহ অনেকে।  মূলত তারা তিনজনই ছবিটি নিয়ে নানা অভিজ্ঞতা শেয়ার করেন সাংবাদিকদের সঙ্গে।

মঙ্গলবার (১৩ জুন) বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে যৌথ প্রযোজনা নিয়েও কথা বলেন জিৎ।  বলেন, ‌‘বস টু’ যৌথ প্রযোজনার সব নীতিমালা অনুসরণ করেছে। তাই এর মুক্তিতে বাধা আসবে বলে মনে হয় না।’

ইফতারের স্মৃতিও স্মরণ করতে ভোলেননি তিনি।  তার ভাষ্য, ‘গত বছরও রোজার সময় এসেছিলাম। এবারও তাই। আপনাদের সঙ্গে ইফতার করতে ভালো লাগে। আবারও আসবো।’

এদিকে ফারিয়া ও আবদুল আজিজও তুলে ধরেন ‘বস-টু’ নিয়ে নানা কথা। জানান, ছবিটি ঈদে মুক্তির জন্য তারা পুরোপুরি প্রস্তুত।

কলকাতার বাবা যাদব পরিচালিত ‘বস-টু’ ছবিতে জিতের বিপরীতে ঢাকার নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী। ছবিটি সেন্সরে বোর্ডে আছে। আসছে রোজার ঈদে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন