শততম সেঞ্চুরির মালিক সাঙ্গাকারা

শততম সেঞ্চুরির মালিক সাঙ্গাকারা। ফাইল ছবি

লিস্ট এ’র ৩৯তম সেঞ্চুরি করে ফেললেন কুমার সাঙ্গাকারা।  আগের ৬১টি প্রথম শ্রেণীর সেঞ্চুরির সঙ্গে এটি তাকে নিয়ে গেল অন্য এক কাতারে। শততম সেঞ্চুরি হাঁকিয়ে ডন ব্রাডম্যান (১১৭), শচীন টেন্ডুলকার (১৪২) ও ডব্লিউজি গ্রেসের (১২৪) কাতারে জায়গা পেলেন শ্রীলঙ্কার এ ব্যাটসম্যান।

মঙ্গলবার (১৩ জুন) ইয়র্কশায়ারের বিপক্ষে সারের কোয়ার্টার ফাইনালে শততম সেঞ্চুরি হাঁকান শ্রীলঙ্কার লিজেন্ড।  ১২১ বলে ১২১ রান করার পথে এ কাউন্টি মৌসুমের সপ্তম সেঞ্চুরি পান সাঙ্গাকারা।  তার ব্যাটিং নৈপুণ্যে ৫০ ওভারের এ নকআউট ম্যাচে ৭ উইকেটে সারে করে ৩১৩ রান।  ২৪ রানে জিতেছেও তার দল।

৩৯ বছর বয়সী সাঙ্গাকারা এই ইংলিশ মৌসুমশেষে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেবেন। দুই বছর আগে তিনি টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানান।  সর্বকালের শীর্ষ টেস্ট ব্যাটসম্যানের তালিকায় ১২ হাজার ৪০০ রান নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন এ লঙ্কান গ্রেট।

৩৭তম খেলোয়াড় হিসেবে সব ধরনের ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করলেন সাঙ্গাকারা।  ইংল্যান্ড গ্রেট জ্যাক হবস সবার উপরে, ১৯৯ বার তিন অঙ্কের ঘরে রান করেছেন তিনি।  সূত্র- ক্রিকইনফো

শেয়ার করুন