ইপসা সমন্বিত মৎস ইউনিটের বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত

প্রধান অতিথি বক্তব্য রাখছেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী।

ইপসা সমন্বিত মৎস ইউনিটের আওতায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায়
বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৩০ মার্চ ( বৃহস্পতিবার) সকাল ১১টায় ইপসা এইচ আরডিসি বীর মুক্তিযোদ্ধ এ.কে.এম মফিজুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ কামাল উদ্দিন চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপসা’ র সহকারী পরিচালক মোঃ সাঈদ আখতার।

সমন্বিত কৃষি ইউনিট ( মৎস খাত) মৎস কর্মকর্তা মো: শাদমান সাকিবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, মিরসরাই মৎস বীজ উৎপাদন খামারের সহকারী খামার ব্যবস্থাপক মো: মোতাছিম বিল্লাহ, এসইপি প্রজেক্ট ম্যানেজার মোঃ মহসিন মিঞা, সীতাকুণ্ড ইপসা এরিয়া ম্যানেজার মো: তোফায়েল হোসেন।

ইপসা সীতাকুণ্ডে বেশ কিছু উন্নয়ন মূলক কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য সমন্বিত কৃষি ইউনিটের মৎস খাত। এই ইউনিটের আওতায় সৈয়দপুর, বারৈয়াঢালা, মুরাদপুর, মহানগর এবং পৌরসভার ৫ শতাধিক মৎস চাষি উপকৃত হচ্ছে। উপকারভোগীদের উপকরণ বিতরণ সহ প্রশিক্ষণ প্রদান করছেন । এতে চাষি পর্যায়ে উৎপাদিত মৎস পণ্য আড়তে বা মাছ ব্যবসায়ীদের বড় ধরনের ভূমিকা রাখছে বলে অনুষ্ঠানে বক্তারা অভিমত ব্যক্ত করেন। এছাড়াও মধ্যসত্বভোগীসহ বিভিন্ন হাত ঘুরে মাছের যে প্রাপ্য মূল্য পাওয়ার কথা সেই দাম থেকে খামারীরা যে বঞ্চিত হন সেই বিষয়ে গুরোত্বআরোপ করা হয় এবং এ বিষযে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন