সীতাকুণ্ড কেন্দ্রীয় ঈদগাহে সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত

এক মাস সিয়াম সাধনার পর সহস্রাধিক মুসল্লির উপস্থিতিতে সীতাকুণ্ড কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) সকাল ৮ টায় ঐতিহ্যবাহী এ ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন সীতাকুণ্ড কামিল এম এ মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ মহিউদ্দিন। সহকারী ঈমামের দায়িত্ব পালন করেন সীতাকুণ্ড উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ জসীম উদ্দীন।

মুসল্লিদের ভিড়ে কানায় কানায় পূর্ণ ছিল এই ঈদগাহ ময়দান। ঈদের নামাজের মোনাজাতে মুসল্লিরা দেশের শান্তি, সমৃদ্ধি, ও দেশের মানুষের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

সীতাকুণ্ড কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লির নামাজ আদায় ছবি: সংগৃহীত

সীতাকুণ্ড কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চট্টগ্রাম-৪ আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন,পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, সীতাকুণ্ড থানার এ এস পি এ বি এম নায়হানুল বারী ও সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো: তোফায়েল আহমেদ, সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো:নূরুল আলম।

শেয়ার করুন