হিন্দু পারিবারিক আইন সংস্কার নিয়ে বিভ্রান্তি বন্ধের আহবান বাংলাদেশ সনাতনী কল্যান সংঘের

“হিন্দু পারিবারিক আইন সংস্কার নিয়ে সনাতনী সংগঠন গুলো বিভক্ত হয়ে পরস্পরের বিরুদ্ধে অবস্থান
তৃতীয় পক্ষের ইন্দন” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সনাতনী কল্যান সংঘ।
সংগঠনের প্রচার সম্পাদক সুব্রত ভট্টাচার্য্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,
সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গভীর ভাবে লক্ষ্য করছে হিন্দু পারিবারিক আইন সংস্কার নিয়ে একটি পক্ষ এমন স্পর্শকাতর মন্তব্য প্রচার ও প্রকাশ করছে তা অস্থির পরিবেশ তৈরি করার আশংকা রয়েছে।
এ বিষয়ে সংগঠনের সাধারন সম্পাদক সুমন ভট্টাচার্য্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল কে সংযত আচরণ করার আহবান জানান।
তিনি আশংকা প্রকাশ করেন, সন্নিকটে জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে কোন তৃতীয় পক্ষ সংঘাত বা ঘৃণা সৃষ্টির পায়তারা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি গভীর ভাবে পর্যবেক্ষনের জন্য দেশের সকল গোয়েন্দা সংস্থা গুলোর দৃষ্টি আকর্ষণ করেন সংগঠনের সভাপতি কানায় লাল ঘোষ সাধারন সম্পাদক সুমন ভট্টাচার্য্য, সহ সভাপতি অরুণ কান্তি ভট্টাচার্য্য,সুজিত চ্যার্টাজী,নরেশ চন্দ্র দাস, সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন