”শিক্ষার মাধ্যমে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধকে জাগ্রত করতে হবে”

ইপসা’র বার্ষিক শিক্ষক সমাবেশে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ও অতিরিক্ত সচিব মোহামম্মদ মিজানুর রহমান বলেন, ”শিক্ষার মাধ্যমে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধকে জাগ্রত করতে হবে”। কক্সবাজারের সোনারপাড়া রেজুখালস্থ সৈকত লার্নিং সেন্টারে ইপসা’র উদ্যোগে গত ০৭ জুন আয়োজন করা হয় বার্ষিক শিক্ষক সমাবেশ।

ইপসা’র এডুকেশন ইন ইমারজেন্সী (ইআইই) প্রোগ্রামের প্রায় ২ শতাধিক বাংলাদেশী শিক্ষক এবং উক্ত প্রোগ্রামে কর্মরত প্রায় শতাধিক কর্মকর্তার অংশগ্রহনে আয়োজিত উক্ত শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান।

ইপসা’র প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী মো: আরিফুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমীর নাসরুল্লাহ, আরআরআরসি অফিসের সিনিয়র সহকারী সচিব আরিফ ফয়সাল খান, দৈনিক পূর্বকোণ’র সহকারী সম্পাদক আবসার মাহফুজ, কলামিস্ট মুসা খান, সিনিয়র ডিরেক্টর সিসেমি ওয়ার্কশপ তালাত মাহমুদ, সেভ দ্য চিলড্রেন এডুকেশন ইন ইমাজেন্সী প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার খান মোহাম্মদ ফেরদৌস প্রমূখ।

শেয়ার করুন