অসামাজিক কার্যকলাপ চট্টগ্রামে এলিট পার্কে, লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে এলিট পার্কে অসামাজিক কার্যকলাপ, লাখ টাকা জরিমানা

অসামাজিক কার্যকলাপের প্রমাণ পাওয়ায় চট্টগ্রামের এলিট পার্ক হোটেলকে সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রতিষ্ঠানটির ম্যানেজারকে এক লাখ টাকা জরিমানাও করা হয়।

সোমবার (২৬ জুন) দুপুরে নগরীর ওয়াসা মোড়ের মুনতাসীর সেন্টারের এ হোটেলটিতে অভিযান চালায় জেলা প্রশাসনের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তৌহিদুল ইসলাম বলেন, ওয়াসা মোডের এলিট পার্ক হোটেলটিতে অভিযানের সময় ব্যাপকহারে বিবাহবহির্ভূত অসামাজিক কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়। তাছাড়া হোটেলটি পরিচালনা করার কোনো লাইসেন্স নেই। যথাযথভাবে অতিথি রেজিস্টার সংরক্ষণ করা হয় না। হোটেলের রেজিস্টার এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, হোটেলে উঠতি বয়সী ছেলে-মেয়ে, তরুণ-তরুণী, যুবক-যুবতীদের ব্যাপক যাতায়াত রয়েছে। যারা অধিকাংশই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত।

এছাড়া হোটেল ম্যানেজার মামুনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হোটেলটি তালা মেরে বন্ধ করে দেওয়া হয়। নগরীর আবাসিক হোটেলগুলোর কার্যক্রম মনিটরিংয়ে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন