রাঙ্গামাটি ট্রাজেডি
ক্ষতিগ্রস্থদের পাশে আনোয়ারা অনলাইন নিউজ ফোরাম ও আনোয়ারা ব্লাড ব্যাংক

প্রতীকী ছবি

রাঙ্গামাটিতে  ভূমিধ্বসে ক্ষতিগ্রস্থ দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আনোয়ারা অনলাইন নিউজ ফোরাম ও এর অঙ্গসংগঠন আনোয়ারা ব্লাড ব্যাংক।

রাঙ্গামাটি সিএন্ডবি গোডাউন শিমুলতলী এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা অনলাইন নিউজ ফোরাম ও এর অঙ্গসংগঠন আনোয়ারা ব্লাড ব্যাংকের আহবায়ক আব্দুল মালেক চৌধুরী।

এসময় আহাবায়ক আব্দুল মালেক চৌধুরী বলেন, রাঙ্গামাটি ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্থদের ত্রাণ সহযোগিতা করতে এসে অনুধাবন করলাম, ক্ষতিগ্রস্থরা অসম্ভব মানবতের জীবনযাপন করছে।  ঘর বাড়ী হারিয়ে নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে।  শিশু, বৃদ্ধারাও অনেক কষ্টে আছেন।  তিনি সরকার, প্রশাসনের সহযোগিতার পাশাপাশি সমাজের বিত্তবানদের ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর আহবান জানান।  তিনি রাঙ্গামাটিতে ভয়াবহ ট্রাজেডির ত্রাণ সহয়তার জন্য যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে দেশী হোপ ফাউন্ডেশনকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তৌফিক ইউনুচ, নীল জামশেদ, সাইফুল সাইফ, সবুজ, কামাল, বেলাল, ফরহাদ, আজিম মাহমুদ, পারভেজ, সুজন, আতিকুল্লাহ, আলমগীর, ইমন,নিজাম শেওয়ানা ও রাঙ্গামাটি ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবক সহ প্রমুখ।

প্রায় ১২০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে রয়েছে, চাল, ডাল, তেল পিঁয়াজ, লুঙ্গি ও শাড়ী।

শেয়ার করুন