বিএনপি গণতন্ত্রেবিশ্বাস করে না : ছাত্রলীগের সমাবেশে প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির জন্ম হয়েছে অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এখন নাকি তারা গণতন্ত্র উদ্ধার করবে। নির্বাচন তাদের উদ্বেগের বিষয় নয়।

জনগণের ভোটের অধিকার নিয়ে তারা আবারও ছিনিমিনি খেলতে চাইছে। শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় শেখ হাসিনা সরকারের অপপ্রচারের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখতে এবং সামাজিক ও নাগরিক দায়িত্ব পালনে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশনা দেন।

শেখ হাসিনা বলেন, ‘যাদের জন্ম মিলিটারি ডিক্টেটরদের হাতে; জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছে; সেই ক্ষমতা দখলকারীদের হাতে তৈরি বিএনপি আর যুদ্ধাপরাধীরা এ দেশের কল্যাণ কখনো চাইতে পারে না।

তারা দেশকে ধ্বংস করতে চায়।’ছাত্রলীগের তারুণ্যের শক্তিই এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে

ছাত্রলীগ নেতাকর্মীদের সব সময় অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আমার ছাত্রলীগের ছেলেমেয়েরা ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের কাণ্ডারি হবে, সেটাই আমি তোমাদের কাছে চাই। শুধু ২০৪১ সালেই থেমে থাকবে না, ২১০০ সাল পর্যন্ত ডেল্টা প্ল্যান করে দিয়েছি। অতন্দ্র প্রহরীর মতো ছাত্রলীগকে সব সময় সজাগ থাকতে হবে।

সবচেয়ে বড় কথা, শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা, শান্তি, প্রগতি, ছাত্রলীগের মূলনীতি। সেই নীতি মেনেই ছাত্রলীগকে চলতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘ছাত্রলীগের তারুণ্যের শক্তিই একদিন এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে। ছাত্রলীগ যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে অগ্রণী ভূমিকা পালন করে।

’বিএনপির প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা জনগণকে মনে করিয়ে দেবে, ওরা তো ভোট করতে আসে না, ভোট চায় না, ভোট পায় না। ওরা তো ভোট পাবে না। কারণ ওরা তো লুটেরা, জঙ্গিবাদী, সন্ত্রাসী, মানুষের শান্তি কেড়ে নেয়, মানুষের সম্পদ কেড়ে নেয়।’

হিলারি বিশ্বব্যাংকের চেয়ারম্যানকে দিয়ে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘একটা ব্যাংকের এমডি, সেটাও সরকারি বেতনধারী। আইনে আছে ৬০ বছর বয়স পর্যন্ত থাকতে পারবে, তার বেশি থাকতে পারবে না। তার পরও ১০ বছর বেআইনিভাবে চালিয়ে আবারও সেখানে থাকতে হবে, সেই লোভে বারবার আমাদের ওপর চাপ। একটি বড় দেশ, তারাও আমাদের বারবার চাপ দিত। বলত, এমডি পদে না রাখলে পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেবে।’

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে সেই ভদ্রলোক (ড. মুহাম্মদ ইউনূস) মামলাও করেছিল। কিন্তু আদালত তার বয়স কমাতে পারেনি। সে মামলায় হেরে যায়। তার পরই তার বিদেশি বন্ধু হিলারি ক্লিনটন বিশ্বব্যাংকের চেয়ারম্যান মি. জোয়েলিককে দিয়ে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে। তখন আমি বলেছিলাম, নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করব, কারো কাছে হাত পেতে নয়। আমরা সেটা করেছি। সেটা করে বিশ্বকে দেখিয়েছি, বাংলাদেশ পারে, বাংলাদেশের মানুষ পারে। এর পরই বাংলাদেশের ভাবমূর্তি বদলে গেছে।’

যারা উন্নয়ন দেখে না তারা চক্ষু ইনস্টিটিউটে চোখ দেখাতে পারে

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনাকারীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘এক শ্রেণির লোক আছে, যাদের কিছুই ভালো লাগে না। তারা দেশের উন্নতির কিছুই দেখে না। যারা এমন অন্ধ, আমাদের উন্নয়ন দেখে না, তাদের বলব, ১০ টাকায় টিকিট কেটে চক্ষু ইনস্টিটিউটে চোখ দেখাতে। আসলে তাদের মনের দরজায় অন্ধকার। তারা পরাজিত শক্তির পদলেহনকারী। সে জন্য বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন তারা দেখে না। বাংলাদেশের মানুষের উন্নয়ন তাদের পছন্দ নয়। হাওয়া ভবন খুলে হাওয়া খেতে পারছে না বলে তাদের মনে দুঃখ।’

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার প্রসঙ্গ তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতার পরপরই চক্রান্ত শুরু হয়। স্বাধীনতা যাতে নস্যাৎ হয়, সেই চেষ্টাই করেছিল কিছু লোক। কোনো সময় দেয়নি। এক শ্রেণি ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছিল। লুট করা, থানায় আগুন দেওয়া—এসব কাজ করছিল কিছু মানুষ।’

শেয়ার করুন