এপোলো ইম্পেরিয়াল হসপিটালে “স্পন্দন” “আপনার হার্ট সুস্থতার সঙ্গী” নামে নতুন ওয়েবসাইটের উদ্বোধন

এপোলো ইম্পেরিয়াল হসপিটালে ১০ জনের বেশি রোগীকে সফল ওপেন হার্ট সার্জারির অস্ত্র পাচার হওয়ায় এক সুধী সেমিনারের পর অতিথিরা। ছবি – আব্দুল হান্নান

চট্টগ্রাম নগরের ফয়েজলেকের এপোলো ইম্পেরিয়াল হসপিটালে গেল এক মাসে ১০ জনের বেশি রোগীকে সফল ওপেন হার্ট সার্জারির অস্ত্র পাচার হওয়ায় এক সুধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে এপোলো ইম্পেরিয়াল হসপিটালের অডিটোরিয়ামে সুনাম হসপিটালটিতে ১০ জনের বেশি রোগীর সফল ওপেন হার্ট সার্জারি হওয়ায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক‌। এ সময় তিনি “স্পন্দন” “আপনার হার্ট সুস্থতার সঙ্গী” নামে একটি নতুন ওয়েবসাইটের উদ্বোধন করেন। তিনি বলেন, হার্টের রোগীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হলো “স্পন্দন” ওয়েবসাইডের মধ্য দিয়ে।

উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন এপোলো ইম্পেরিয়াল হসপিটাল চেয়ারম্যান ওয়াহিদ মালেক, ব্যবস্থাপনা পরিচালক নাফিদ নবী,সিইও ডা: আনাদ এন রাও, সিএমও ডা: প্রকাশ কেএন, হেড অব অপারেশন রিয়াজ হোসেন, কনসালটেন্ট সার্জন ডা: শাখাওয়াত হোসেন শাকিল, ডা: আমানুর রহমান, ডা: সাইফুর রহমান সোহেল সহ আরো অনেকে।

শেয়ার করুন