শোভন কর্ম পরিবেশ উন্নয়নে ইপসার পাঁচ দিনব্যাপী হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় (পেইস) প্রকল্পের ‘ক্ষুদ্র উদ্যোগে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন’ কর্মসূচির আওতায় পেশাগত দক্ষতা উন্নয়ন ( হসপিটালিটি ম্যানেজমেন্ট ) বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণটি গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ৫দিন ব্যাপি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার (এইচ.আর.ডি.সি) মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে স্থায়ীত্বশীল উন্নয়েনর জন্য সংগঠন ইপসা’র বাস্তবায়নে সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার বিভিন্ন পর্যটন স্পটের রেস্টুরেন্টে সার্ভিস প্রোভাইডারগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, সীতাকুণ্ডের পর্যটন স্পট গুলিয়াখালী, চন্দ্রনাথ পাহাড়, সহস্রধারা, কুমিরাঘাট, মিরসরাইয়ের মহামায়া, খৈয়াছড়া, নাপিত্তা ছড়া, এলাকায় অবস্থিত রেস্টুরেন্ট গুলোর শোভন কর্ম পরিবেশ উন্নয়নের লক্ষ্যে পেশাগত দক্ষতা উন্নয়ন (হসপিটালিটি ম্যানেজমেন্ট) বিষয়ক প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করে।

দেশের সম্ভাবনাময় পাচঁটি ক্ষুদ্র উদ্যোগ খাত যেমন ঃ কৃষিযন্ত্রাংশ উৎপাদন ও বিপনন খাত, ইমিটেশন জুয়েলারী খাত, ডেইরী প্রক্রিয়াজাতকরণ খাত, মিনি গার্মেন্টস এবং পর্যটন এলাকায় রেস্টুরেন্ট খাত এর কর্মরত শ্রমিকদের শোভন কর্ম পরিবেশ উন্নয়নের লক্ষ্যে প্রোমোটিং ডিসেন্ট ওয়ার্ক ফর এমই’স প্রকল্পটি কাজ করছে।

ইপসা (ইকোনমিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম) ইডিপি’র সীতাকুণ্ড এরিয়া ম্যানেজার মো: তোফায়েল হোসেনের সার্বিক তত্বাবধানে প্রশিক্ষণ পরিচালনা করেন (বিটিইবি) বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সার্টিফাইড ট্রেইনার এন্ড এসেসর ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, কক্সবাজার, চট্টগ্রাম এর আরিফুল করিম।

প্রশিক্ষণের ৫ম দিন সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান করা হয়। প্রজেক্ট অফিসার মোহাম্মদ হাকিম মোল্লার সঞ্চালনায় সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইপসা প্রোগ্রাম ম্যানেজার নেওয়াজ মাহমুদ, সীতাকুণ্ড উপজেলা ম্যানেজার শাহ সুলতান শামীম, আইডিপিডিপি’র প্রোগ্রাম অফিসার মাহিনুল ইসলাম, প্রজেক্ট অফিসার সৈকত চন্দ্র পাল প্রমুখ।

শেয়ার করুন