“ইংলিশ ট্র্যাক” শিক্ষার্থীদের গাওয়া Free Palestine গানের উন্মোচন

প্রতিবাদস্বরূপ মানবতার গান “Free Palestine ” গান এ উপস্থিত প্রধান অতিথি ডক্টর অনুপম সেন।  ছবি – আব্দুল হান্নান
নিরীহ এবং নিরপরাধ প্যালেস্টাইনবাসীর উপর বর্বর এবং আক্রমণাত্মক চিত্র বর্তমান সময়ের সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা হিসেবে বিশ্বের সমস্ত জাতির টনক নড়িয়েছে। আর এই ধ্বংসাত্মক আক্রমণের প্রতিবাদস্বরূপ মানবতার গান “Free Palestine ” রচনার মাধ্যমে বর্তমান সমাজকে ভিন্নধর্মী কিছু উপহার দিলো চট্টগ্রাম নগরীর অন্যতম ইংরেজি ভাষা শিক্ষার স্কুল “ইংলিশ ট্র্যাক”।
মূলত গানটির কথা ও সুর রচনা করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং সিইও এ.কে. এম নিজাম উদ্দিন সেইসাথে কন্ঠে ছিলো ইংলিশ ট্র্যাকের শিক্ষার্থী বৃন্দ। গত ৯ নভেম্বর বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্যারিস হলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে গানটি উন্মোচিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল আহাদ মোহাম্মদ রায়হান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্রগ্রামের সম্মানিত উপাচার্য ডক্টর অনুপম সেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি চট্রগ্রামের ইংরেজি বিভাগীয় প্রধান  আরমান হোসাইন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং মিডিয়াব্যক্তিবর্গ।
শেয়ার করুন