দেশে নির্বাচনের পরিবেশ নেই : জোনায়েদ সাকি

নির্বাচন কমিশনের উদ্দেশে জোনায়েদ সাকি বলেন, ‘দেশে নির্বাচনের পরিবেশ নেই। কাজেই আপনাদের সাংবিধানিক কর্তৃত্ব প্রয়োগ করুন। একতরফা তফসিল ঘোষণা করবেন না, করলে জনগণের কাঠগড়ায় আপনাদের দাঁড়াতে হবে।’

নির্বাচন কমিশন জনগণের অংশগ্রহণবিহীন একতরফা নির্বাচনের পথে হাঁটছে উল্লেখ করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ বলেন, তথাকথিত রাজনৈতিক সংগঠন ও নেতা-কর্মী তৈরি করে একতরফা নির্বাচনে তাদের নিয়ে আসার জন্য হাট বসিয়েছে। তাদের টাকাপয়সা দিয়ে, লোভ দেখিয়ে একতরফা নির্বাচনে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।

ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ সেলিম বলেন, দেশের মানুষ এ নির্বাচন কমিশনকে নিরপেক্ষ মনে করে না। এ নির্বাচন কমিশন আওয়ামী লীগের একটি বি-টিম।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশের সঞ্চালনায় সমাবেশে আরও অনেকে বক্তব্য দেন।

শেয়ার করুন