আবারও কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিএনপির পর এবার আবারও কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। চতুর্থ দফার চলমান অবরোধ কর্মসূচি মঙ্গলবার ভোর ৬টায় শেষ হবে।

সোমবার (১৩ নভেম্বর) দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে পঞ্চম দফার এই অবরোধ। সরকার পতনের এক দফা দাবি ও জামায়াত নেতাদের মুক্তি দাবিতে অবরোধ কর্মসূচি পালন করবে জামায়াত ইসলামী।

বিবৃতিতে সারা দেশের নেতাকর্মী ও জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালনের আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম।

এদিকে এক দিন বিরতি দিয়ে আগামী বুধবার থেকে ফের দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি।

সোমবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। 

শেয়ার করুন