সীতাকুণ্ডে কৃষি উপকরণ বিতরণ

কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করছেন সীতাকণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম.রফিকুল ইসলাম।

সীতাকুণ্ডে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২০ নভেম্বর সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন সীতাকণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম.রফিকুল ইসলাম।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ হাবীবুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন ছাবেরী, সীতাকণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ কামাল উদ্দীন চৌধুরী প্রমুখ।
সীতাকণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৮০০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। রবি/২০২৩-২৪ মৌসুমে বিতরণকৃত ফসলের মধ্যে রয়েছে ভূট্টা ৬০ জন, চীনাবাদাম ৩০ জন, সরিষা ২০০ জন, সূর্যমুখী ৩০ জন, শীতকালিন মুগ ৪০০ জন, খেসারী ডাল ৮০ জন কৃষক । এছাড়াও ফসল ফলানোর পরিমাণ অনুযায়ী রাসায়নিক সার বিতরণ করা হয়।

শেয়ার করুন