হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে

 ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর চেরাগী পাহাড় মোড় চত্বরে জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি জামায়াতের ডাকা হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ এবং অবস্থান কর্মসূচি ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম চৌধুরী বাবুলের সভাপতিত্বে ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিথুন রশ্মি বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

 

উক্ত বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মানস রক্ষিত, ওয়ার্ড সভাপতি ও সম্পাদক মন্ডলী এবং ইউনিট আওয়ামী লীগ নেতৃবৃন্দদের মধ্যে মুহাম্মদ সৈয়দুল আলম, হাজী মুহাম্মদ সাহাবুদ্দীন, আবু ফরহাদ চৌধুরী সাবু, তৌহিদুর রহমান, মোঃ আইয়ুব, শেখ সাইফুদ্দীন খালেদ রানা, রঞ্জন রশ্মি বড়ুয়া, মোঃ ইমতিয়াজ আহমেদ, জিয়া উদ্দিন জিয়া, অনিল দাশ, শামসুদ্দীন নুরী, জাহেদুল ইসলাম মঞ্জু, মৃদুল কুমার দাশ, হাজী মুন্সি মিয়া, বাবুল দেব রায়, এটিএম আহসান উল্লাহ খোকন, মুহাম্মদ আজিম উদ্দিন, ইকবাল আহমেদ ইমু, মোঃ শরফুদ্দীন মাহি, মুহাম্মদ মহরম হোসাইন, আহমদ আবু মঞ্জুর, মোঃ আশরাফুল গণি, সাধন কান্তি বড়–য়া, কাজী আব্দুল রকিব, মোঃ মুমিনুল হক খোকন, মোঃ আব্দুস শুক্কুর, কাঞ্চন চৌধুরী, সাহেদুর রহমান বাবু, ইসমাইল উদ্দিন লিটন, কাঞ্চন চৌধুরী, পরাগ নন্দী, মোঃ সাইফুল ইসলাম, মোঃ গোলাম হায়দার, শিপ্লব গুপ্ত, মোঃ জহির উদ্দিন, সরওয়ার আলম বাপ্পা, মাহবুব আলম, মোঃ রাসেল, মোঃ খোকন, মোঃ আহসান উল্লাহ, অঞ্জন দত্ত, বিকাশ দাশ, যুবলীগ নেতা হুমায়ুন কবির মাসুদ, এস.এম. নাজিম উদ্দিন আজাদ, রবিউল হোসেন, পলাশ দাশ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহেদুল ইসলাম জাহেদ, মোঃ রাশেদ, মো: হারুন প্রমুখ।

জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়কে। ছবি – আব্দুল হান্নান ( কাজল Ñ

বক্তারা বলেন-দেশী ও বিদেশী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ওয়ার্ডের প্রতিটি সাধারণ ভোটারদের মন জয় করে ভোট কেন্দ্রে প্রবেশ করিয়ে নৌকা প্রতীককে জয়যুক্ত করার মাধ্যমে ষড়যন্ত্রকারীদের উচিত শিক্ষা দিতে হবে। অন্যথায় জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন এবং মুক্তিযুদ্ধের চেতনা ভুলণ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় আমাদের প্রতিটি নেতাকর্মীদের দায়িত্বের প্রতি যথাযথ সম্মান রেখে তৃণমূলকে সুসংগঠিত করে বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা, অসম্প্রদায়িক মন মানসিকতায় বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের অব্যাহত ধারাকে এগিয়ে নিতে হবে। উক্ত বিক্ষোভ মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন।

শেয়ার করুন