সীতাকুণ্ডে নওমুসলিম বক্তার মাহফিলে হাজার ভক্তের ঢল

এক নওমুসলিম (পূর্বে হিন্দুধর্মাবলম্বী) বক্তার মাহফিলে হাজারো ভক্তবৃন্দের ঢল চোখে পড়েছে  সীতাকুণ্ডে।

তিনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আলহাজ্ব হযরত মাও. নওমুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী। তিনি এসেছেন ঝালুকাটি জেলার  নলছিটি এলাকা থেকে।

তিনি রাত ৯টা থেকে তার বক্তব্য শুরু করেন। প্রায় ১৮০ মিনিট বক্তব্য রাখেন।  তার বক্তব্যের বিষয় বস্তু ছিলো মানুষের জীবন ব্যবস্থাপনার উপর বক্তব্য পেশ করেন।

শনিবার (৯ ডিসেম্বর) সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড স্থ দক্ষিণ ভূঁইয়া পাড়া ( দক্ষিণ ভূঁইয়া পাড়া অথবা বন বিভাগ রোড হয়ে রেল লাইনের পূর্ব পাশে) এলাকায় অবস্থিত সীতাকুণ্ড তাহ্ফীজুল কুরআন মাদরাসা প্রাঙ্গণে এ মাজফিল অনুষ্ঠিত হয়।

আমন্ত্রিত ওলামায়ে কেরামগণের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা কুতুব উদ্দিন নানুপুরী মাওলানা মুফতী আব্দুল করীম, শাইখুল হাদিস, জামিয়া ওবাইদিয়া নানুপুর, ফটিকছড়ি, মুহাদ্দিস, চারিয়া মাদরাসা, হাটহাজারী, মাওলানা আব্দুল্লাহ সাহেব হাফেজ মাওলানা আলমগীর চেয়ারম্যান, আন নুছরা মানব কল্যাণ সংস্থা, পরিচালক, ইসলামিয়া আরাবিয়া মাদরাসা, মসজিদ্দা, কুমিরা, সীতাকুণ্ড, হাফেজ মাওলানা আব্দুর রউফ মাওলানা খবীরুল ইসলাম খতিব, কাছিয়াড়া জামে মসজিদ, ফরিদগঞ্জ, চানপুর,  পরিচালক, মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসা, সীতাকুণ্ড,  মাওলানা তাজুল ইসলাম মাওলানা মুফতী ইসহাক পরিচালক, টেরিয়াইল ইসলামিয়া মিসবাহুল উলুম মাদরাসা, সীতাকুণ্ড পরিচালক, মারকাযুল উলুম ইসলামিয়া মাদরাসা, শ্রীনগর, মুন্সিগঞ্জ।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আলহাজ্ব হযরত মাও. নওমুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজীর মাহফিলে হাজার ভক্তের ঢল।

বিশেষ অতিথিবৃন্দ ছিলেন,  সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সীতাকুণ্ড পৌরসভার , ৫নং ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম মুরাদ, সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি এ.কে.এম রেজাউল করীম বাহার, সাধারন সম্পাদক মোঃ বেলাল হোসেন।

আয়োজক কমিটির অন্যতম সদস্য সীতাকুণ্ড তাহ্ফীজুল কুরআন মাদরাসা পরিচালক মোঃ ইলিয়াস হোসেন জানান সীতাকুণ্ডে  প্রথমবারের মতো মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেছেন  আলহাজ্ব হযরত মাও. নওমুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী। তার আগমনের খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে দুর দূরান্ত থেকে মানুষ মাহফিল প্রাঙ্গণে এসে জড়ো হতে থাকে। দিন ব্যাপী মাহফিল বিভিন্ন পর্বে সাজানো হয়। ছোট্ট শিক্ষার্থীদের হাতে লেখা দেয়ালিকা ছিলো চোখে পড়ার মতো।

আলহাজ্ব হযরত মাও. নওমুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজীর পরিচালনায় মোনাজাতের সাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে। মাহফিলে আগত ভক্তবৃন্দের মাঝে তবারক বিতরন করা হয়।

শেয়ার করুন