
আজ ১১ঃ৩০-১২ঃ২০ ঘটিকা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ হলে, “বঙ্গবন্ধু পরিষদ, চট্টগ্রাম জেলা শাখা” এর উদ্যোগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাস, সহিংসতা, অগ্নি সংযোগ, রেল লাইন স্লিপ প্লেট উৎপাটন, অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে ও ভোট কেন্দ্রে ভোটারদের নিরাপদ উপস্থিতি নিশ্চিত করেন, ভোট আমার অধিকার, রুখবে আমায় সাধ্য কার? শীর্ষক একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন, ডাঃ মুঃ আইয়ুবুর রহমান, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ, চট্টগ্রাম জেলা।
এছাড়াও অধ্যাপিকা বেগম সৈয়দা তাহেরা, সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ, চট্টগ্রাম জেলা, ডাঃ দিলীপ দে, সহ-সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ, চট্টগ্রাম জেলা, ড. সজীব কুমার ঘোষ, মার্কেটিং বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সহকারী অধ্যাপক মোরশেদুল আলম, ইসলামের ইতিহাস বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, ডাঃ মাইনুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ, চট্টগ্রাম জেলা, ইঞ্জিনিয়ার এনামুল বাকী, সহ-সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ, চট্টগ্রাম জেলা, রবিউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলা সহ প্রমূখ উপস্থিত ছিলেন সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
বক্তব্যঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট, উন্নত, সমৃদ্ধ ও পরাশক্তির প্রভাবমুক্ত সুখী বাংলাদেশ গড়ে তুলার পথে ভিত্তিস্বরূপ বলে জানান। গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও একটি মহল এই নির্বাচনকে বানচালের অথবা প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে অন্য অপশক্তিকে ক্ষমতায় আনার ষড়যন্ত্রে লিপ্ত বলে জানান। বিগত ১৫ বছরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন। বঙ্গবন্ধু পরিষদ, চট্টগ্রাম জেলা শাখা ভোটারদের ভোটে অংশগ্রহণ করার এবং কিছু কিছু দল ভোট প্রতিহত করার যে অপচেষ্টা করছে, তার বিরুদ্ধে সচেতন করার জন্য গত ১৮/১২/২০২৩ তারিখ হতে বিভিন্ন ধরনের প্রচারণামূলক কর্মকান্ড করে যাচ্ছে বলে জানান। ভোট নাগরিকের অধিকার, তাই সকলকে তার অধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নেতৃত্ব প্রদানের সুযোগ দিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।