সীতাকুণ্ডের এমপি এস এম আল মামুন

সীতাকুণ্ডের এমপি এস.এম আল মামুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সীতাকুণ্ড চট্টগ্রাম-৪.আসনে (পাহাড়তলী-আকবরশাহ আংশিক) আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব এস.এম. আল মামুন

নৌকা প্রতিক নিয়ে ১ লাখ ৪৩ হাজার ১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কে এম রফিকুল ইসলাম এই ফলাফল নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন এ আসনে মোট ৭ প্রার্থী নির্বাচনে অংশ নেয়। জাতীয় পার্টির দলীয় মনোনীত প্রার্থী দিদারুল কবির দিদার লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৮০ ভোট। স্বতন্ত্র প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরান পেয়েছেন ৪ হাজার ৫শ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. মোজাম্মেল হোসেন পেয়েছেন ১ হাজার ৭২৩, তৃণমূল বিএনপির খোকন চৌধুরী ৬৭১, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ আকতার হোসেন ২৩৪, বাংলাদেশ কংগ্রেসের মো. শহীদুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৩৪৫ ভোট।
রবিবার (৭ জানুয়ারি) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম-৪ আসন (পাহাড়তলী- আকবরশাহ আংশিক) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার রয়েছেন ৪ লাখ ২৭ হাজার ১৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৪ হাজার ৮২৭ জন ও নারী ভোটার ২ লাখ ২৩ হাজার ৩৭ জন। হিজড়া ভোটার ৮ জন।
শেয়ার করুন