আদালতের আদেশ অমান্য
কোতোয়ালী থানার এসআই মৃণালকে শোকজ

চট্টগ্রাম : আদালতের আদেশ অমান্য করে হাজির না হওয়ায় নগরীর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মৃণাল কান্তি মজুমদারকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শাতে বলেছেন আদালত। একই সাথে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ জুন) চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মো. নোমান এই আদেশ দিয়েছেন।

জানা গেছে, কক্সবাজারের পেকুয়া উপজেলার শীলখালি ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হোসাইন নগরের কোতোয়ালী থানা এলাকা বসবাস করেন। তার মেয়েকে ফুঁসলিয়ে অপহরণ করা হয়েছে বলে দাবী করে সাজ্জাদ হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নারি ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। ১৯ জুন রুজু করা মামলা নং-৭২ (০৬) ২০১৭। এস আই মৃণাল কান্তি মজুমদার মামলার তদন্ত কর্মকর্তা।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নুরুল হোসাইনের মেয়ে আদালতে হাজির হন। তিনি নিজেকে প্রাপ্তবয়স্ক দাবি করে আদালতকে অবহিত করেন, তাকে কেউ অপহরণ করেনি। তিনি স্বেচ্ছায় সাজ্জাদের সঙ্গে গিয়েছেন এবং তারা বিয়ে করেছেন।

ওই মেয়ে তাকে নিজের জিম্মায় দেয়া এবং নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারায় জবানবন্দি দেয়ার জন্য আদালতে আবেদন জানান। কিন্তু ২২ ধারায় জবানবন্দি নিতে হলে তদন্তকারী কর্মকর্তাকে আদালতে আবেদন জানাতে হয়। এজন্য আদালত এস আই মৃণাল কান্তিকে বিকেল ৫টার মধ্যে আদালতে সশরীরে হাজির হয়ে আবেদন জানাতে বলেন। কিন্তু এসআই মৃণাল কান্তি হাজির হননি।

সকাল ১১টায় ভিকটিম আদালতে হাজিরের পর আদালত তাকে তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে হাজির হওয়ার জন্য বলেছিলেন। কিন্তু ভিকটিম শংকা প্রকাশ করে আদালতকে জানান, ‘থানায় গেলে তদন্তকারী কর্মকর্তা তাকে জিম্মি করে তার পিতার হাতে তুলে দেবেন এবং তার স্বামী ও শ্বশুরপক্ষের লোকজনকে হয়রানি করবেন।’

আদালত সূত্র জানায়, আদালতের আদেশে তদন্তকারী কর্মকর্তা হাজির না হওয়ায় মহানগর হাকিম তাকে শোকজ করেন এবং ২ জুলাই সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার জন্য বলেন।

শেয়ার করুন