বাঘাইছড়ি কাচালং নদী থেকে ৭ লক্ষ টাকার অবৈধ কাঠবোঝাই বোট আটক

রাঙামাটি জেলা বাঘাইছড়ি উপজেলার  মাহিল্যা সাড়ে সাত নম্বর এলাকায় সোমবার (৩ জুলাই) গভীর রাতে নদী পথে পাচার করার সময় বিপুল পরিমাণ কাঠসহ একটি ইঞ্জিন চালিত বোট আটক করেছে লংগদু জোন অধীনস্থ মাহিল্যা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা।

সূত্র জানায়, বাঘাইছড়ি ও লংগদু উপজেলার সীমান্তবর্তী এলাকা মাহিলা এলাকায় সোমবার মধ্য রাতে কাচালং নদী পথে কাঠ পাচার হচ্ছে_এমন গোপন সংবাদের ভিত্তিতে লংগদু জোন আধীনস্থ মাহিল্যা আর্মী ক্যাম্পের ওয়ারেন্ট একটি সেনা টহল নদীতে তল্লাশী চালায়।  পরে যৌথবাহিনী মুল্যবান কাঠগুলো জব্দ করে।

এসময় নদীতে চিরাই কাঠ বোঝাইকৃত একটি ইঞ্জিন চালিত বোট ঘাটে বাধা অবস্থায় তল্লাশি করা হলে বোটের ভিতরে লুকানো সাইজ করা বিপুল পরিমান কাঠ ও (রদ্দা) পাওয়া যায়।  যৌথবাহিনী  উপস্থিতি টের পেয়ে বোটের মালিকসহ অন্যান্যরা পালিয়ে যায়।  ধারনা করা হচ্ছে অবৈধ উপায়ে পাচারের জন্য কে বা কাহারা নদী পথে রাতের অন্ধকারে কাঠগুলো মারিশ্যা থেকে রাঙামাটির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।  সেনা বাহিনীর উপস্থিতির টেরপেয়ে কাঠ বোঝাইকৃত বোটটি ঘাটে রেখে পালিয়ে গেছে কাঠ চোররা ও বোটের মালিকরা।

পরে সেনা সদস্যরা কাঠগুলোকে জব্দ করে মাইনীমুখ বন বিভাগের চেক স্টেশনের নিকট হস্থান্তর করেছেন।  বন বিভাগের মাইনীমুখ স্টেশন কর্মকর্তা নারায়ন চন্দ্র জানান, সেনাবাহিনীর আটককৃত মূল্যবান কাঠগুলোর মধ্যে ‘চম্পাফুলসহ বিভিন্ন প্রজাতির গোল গাছ ছিল। যার পরিমাণ ১৪৮ টুকরা রদ্দা, মোট ২শত ৪৭ ঘনফুট।  যার বাজার মূল্য প্রায় ৭ লক্ষ ৪১ হাজার টাকা বলে ধারনা করা হচ্ছে।

দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো.গোলাম কিবরিয়া বলেন, প্রত্যন্ত এলাকায় এ ধরনের অবৈধ গাছ পাচারকারি রয়েছে যারা দেশ ও জাতির শত্রু।  এরা গোপনে কাঠ পাচার করে বন উজাড় করে দিচ্ছে।  এদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে।