
বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনবিদ অ্যাডভোকেট মহসিন রশীদ বলেন, ১৭৫৭ সালে বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নওয়াব সিরাজদ্দৌলাহর সেনাপতি মীর জাফর আলী খানের বিশ্বাসঘাতকতায় ইংরেজদের সাথে প্রহসনের যুদ্ধে নওয়াবের পরাজয় এবং শাহাদাতের মধ্য দিয়ে ভারতবর্ষের মুসলিম নেতৃত্ব ও রাষ্ট্র ক্ষমতা ইংরেজ বেনিয়ার হাতে চলে যায়। এরপর ইংরেজ শাসক ক্রমান্বয়ে প্রায় দু শ’বছর ভারতবর্ষ শাসন ও শোষণ করে। তখন মুসলমানদের নানাভাবে নির্যাতন-নিপীড়ন ও গুম-খুনের শিকার হতে হয়। শিক্ষা-সংস্কৃতি, সামাজিক-রাজনৈতিক ও রাষ্ট্রীয়ভাবে অধিকারবঞ্চিত এবং আর্থিকভাবে দুর্বল করে একটি রাজকীয় জাতিকে ভূখানাঙ্গা, জীর্ণশীর্ণ অসহায় জাতিতে পরিণত করা হয়। এর থেকে উত্তরণে অগণিত প্রতিবাদী উলামা-মাশায়িখ ও অসংখ্য সচেতন মুসলিম জনগণকে শাহাদাত বরণ করতে হয়। এক পর্যায়ে ১৯০৫ সালে নওয়াব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে ‘নিখিল ভারত মুসলিম লীগ’ নামে অধিকারবঞ্চিত মুসলমানদের একটি রাজনৈতিক দল গঠিত হয়। তখন ভারতীয় কংগ্রেসের দাবী ছিল বৃটিশ থেকে অখণ্ড ভারতের স্বাধীনতা। আর মুসলিম লীগের দাবী ছিল দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে মুসলমানদের পৃথক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। তখন মুসলিম লীগের বাস্তবসম্মত যৌক্তিক দাবীর প্রতি ঐকমত্য পোষণ করে কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা কায়েদে আযম মুহাম্মদ আলী জিন্নাহ্ মুসলিম লীগে যোগ দেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বৃটিশ সম্রাজ্যের রাণী এলিজাবেথ ১৯৪৭ সালের ১৪ আগস্ট ‘পাকিস্তান’-এর স্বাধীনতা এবং একদিন পর ১৫ আগস্ট ‘ভারত’ রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা দেন। প্রধান অতিথি আরো বলেন, আজকের প্রজন্মকে মুসলিম লীগ গঠনের প্রেক্ষাপট, ইতিহাস, ঐতিহ্য ও যুগে যুগে অবদানের কথাগুলো জানাতে হবে।
তিনি আজ ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার বিকাল ৩টায় মুসলিম লীগ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখা কর্তৃক আয়োজিত নগরের চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের গঠন প্রেক্ষাপট ও পূর্বাপর ইতিহাস তুলে ধরেন।
এতে প্রধান আলোচক ছিলেন, দলের ক্রান্তিকালের নিবেদিতপ্রাণ আপোষহীন মহাসচিব কাজী আবুল খায়ের। তিনি বলেন, পশ্চিম পাকিস্তানের কিছু অদূরদর্শী শাসক ও রাষ্ট্রীয় আমলার বাঙ্গালীবিদ্বেষ ও বিমাতাসূলভ আচরণের কারণে ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার’-এর ভিত্তিতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে পাকিস্তান থেকে ‘বাংলাদেশ’ নামে এ দেশ পুনর্বার স্বাধীন হয়। তিনি আরো বলেন, ১৯৪৭ সালে মুসলিম লীগের নেতৃত্বে ‘পাকিস্তান’ সৃষ্টি না হলে ১৯৭১ সালে ‘বাংলাদেশ’ স্বাধীন হওয়ার সুযোগ ছিল না। পূর্ববঙ্গ তথা এ ভূখণ্ড ভারতের ‘সেভেন সিস্টার’ বা মুসলিম অধ্যুষিত কাশ্মীরে পরিণত হত। ভারতের কথিত ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থার আড়ালে এ ভূখণ্ডের মুসলমানরা ৩য় শ্রেণির নাগরিকে পরিণত হত। তিনি বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবে রবীন্দ্রনাথ ঠাকুরের চরম বিরোধিতার কারণে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নওয়াব সলিমুল্লাহর দানকৃত জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আদমজীনগর শিল্পাঞ্চল ইত্যাদি প্রতিষ্ঠা পায়। মুসলিম লীগের অবিসংবাদিত নেতা তৎকালীন পাকিস্তানের স্পীকার ও অস্থায়ী রাষ্ট্রপতি শহীদে মিল্লাত এ কে এম ফজলুল কাদের চৌধুরীর সদিচ্ছায় চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ হাসপাতাল, মেরিন অ্যাকাডেমি, সীতাকুণ্ড শিল্পাঞ্চল প্রতিষ্ঠা পায়। এ ছাড়া কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র, চন্দ্রঘোনায় এশিয়া বিখ্যাত পেপার মিল, রেয়ন মিল, রাঙ্গুনিয়ায় দাউদ জুট মিল, ষোলশহরে আমীন জুট মিল, আমীন টেক্সটাইল মিল, পতেঙ্গায় এয়ারপোর্ট, ইস্টার্ন রিফাইনারী, স্টীল মিলসহ এ দেশের ইন্ডাস্ট্রিয়্যাল জোন ইত্যাদি সৃষ্টি হয় মুসলিম লীগ শাসনামলে। তিনি সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অন্তিম সময়ে ৫ আগস্ট ২০২৪ ভোটবিহীন স্বৈরাচারী হাসিনা সরকারের শোচনীয় পতন ও পলায়ন পরবর্তী গঠিত অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কার ও আওয়ামী লুটপাটে পর্যদুস্ত রাষ্ট্রের আর্থিক খাতের পুনর্গঠন না হওয়া পর্যন্ত সময় দেওয়ার অভিমত ব্যক্ত করেন। তিনি আন্দোলনে সরকারের দলীয় গুণ্ডা ও পুলিশ বাহিনীর দমন-পীড়ন ও গুলীতে শাহাদাত বরণকারীদের রূহের মাগফিরাত এবং চিকিৎসাধীন আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। শহীদ পরিবার ও আহতদের পর্যাপ্ত সরকারি সহায়তার দাবী জানান।
দলের ধর্ম বিষয়ক সম্পাদক মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালন করেন, দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী নাজমুল হাসান সেলিম। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-সভাপতি রোটারিয়ান এম এ মতিন, কেন্দ্রীয় সদস্য লিয়াকত আলী, সাংবাদিক কামরুল হুদা, শাহযাদা এস এম সিরাজদ্দৌলাহ্, কাজী মোস্তফা সেলিম জাহাঙ্গীর, মোহাম্মদ আলমগীর চৌধুরী, মোহাম্মদ ঈছা চৌধুরী জাহাঙ্গীর, হাবীব উল্লাহ্ তালুকদার বাহার, ইসলামীগ্রন্থ প্রণেতা মাওলানা শেখ মুহাম্মদ সরওয়ার হোসেন, কবি-শিক্ষক লায়ন মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রকৌশলী তাওহীদুল আমিন, মোহাম্মদ আখতারুজ্জামান চৌধুরী মিন্টু্, মোহাম্মদ ইউছুফ সওদাগর, মুহাম্মদ ইমরান ও মানবাধিকার সংগঠক মোহাম্মদ সোহরাব মহসিন রেজা।
সভাপতির সমাপনী বক্তব্যে মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার বলেন, ১৯০৫ সালে ভারতবর্ষের মুসলমানদের অস্থিত্ব রক্ষা ও হৃত অধিকার পুনরুদ্ধারে গঠিত মুসলিম লীগের রাজনৈতিক প্রয়োজন শেষ হয়ে যায়নি। মুসলমানদের পারিবারিক, সামাজিক, সাংগঠনিক, প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় পর্যায়ে যুগ চাহিদার প্রয়োজনে মুসলিম লীগ যুগপৎ ও স্বতন্ত্র ভূমিকা রেখে আসছে। তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীও জাতীয় সংসদ নির্বাচনে মুসলিম লীগের প্রার্থীরা সম্মানজনকভাবে আসন পেয়ে জাতীয় সংসদে মুসলিম জাতিসত্বার কল্যাণে ভূমিকা রাখে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরকারের শাসনামলে মুসলিম লীগ নেতা শাহ্ আজিজুর রহমান প্রধানমন্ত্রী হন। প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে মুসলিম লীগ নেতা মাওলানা এম এ মান্নান ধর্মমন্ত্রী হন এবং শহীদ সালাহ্ উদ্দীন কাদের চৌধুরী ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হন। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে শহীদ সালাহ্ উদ্দীন কাদের চৌধুরী প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা হয়ে মুসলিম লীগের মিশন বাস্তবায়নে অসাধারণ ভূমিকা রাখেন। অর্থাৎ ধর্মনিরপেক্ষ ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় যত বেশি সময় অধিষ্ঠিত থাকে, সংখ্যা গরিষ্ঠ মুসলমানের এ দেশের মানুষ মুসলিম লীগ বা মুসলিম মানস ও ইসলামী মূল্যবোধসম্পন্ন রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন তত বেশি অনুভব করে। তিনি মুসলিম লীগকে সকল আক্বীদাহ্ পোষণকারী ও সব ঘরানার মুসলমানের উন্মুক্ত রাজনৈতিক পাঠ চর্চার উদার ও আদর্শিক রাজনৈতিক দল আখ্যায়িত করে রাষ্ট্রের বিভিন্ন ধর্মাবলম্বিদের ন্যায্য অধিকার সংরক্ষণসহ মুসলমানদের যথাযথ অধিকার প্রতিষ্ঠায় স্ব স্ব অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সভা সমাপ্ত ঘোষণা করেন।