আরবান স্লাম চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম ইনডাকশন কর্মশালা

গাজীপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্পের আরবান স্লাম চিলড্রেন এডুকেশন (ইউএসসিই) প্রোগ্রামের ইনডাকশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে গাজীপুর জেলা পরিষদের প্রশিক্ষণ কেন্দ্রে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের আইটি ইঞ্জিনিয়ার মোঃ সোহেল রানার সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রস্ক ফেইজ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ডঃ এম. মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আবু ইউসুফ খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রস্ক ফেইজ-২ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (পাইলট ও মনিটরিং) মোঃ নূরুজ্জামান মল্লিক।

আরো বক্তব্য রাখেন ইউএসসিই প্রোগ্রামের কনসালট্যান্ট মোঃ শফিকুর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশরনের কাউন্সিলর মোঃ আতাউর রহমান, সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রামের (সিপ) উপ-নির্বাহী পরিচালক তহমিনা জেসমিন মিতা, সেভ দ্য চিলড্রেন এডুকেশন ফর ইয়ুথ ইমপাওয়ারমেন্ট (আইওয়াই ই) প্রোগ্রাম ডিরেক্টর শাহিদা বেগম, সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল ইউএসসিই প্রোগ্রামের উপ-পরিচালক মোঃ জগলুল হায়দার প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রস্ক ইউএসসিই প্রোগ্রামের ম্যানেজার বর্নালী চৌধুরীসহ উপজেলা শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, এনজিও এবং সিপ-এর কর্মকর্তা প্রমুখ।  পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন এ.কে মনজুরুল হক ও গীতা পাঠ করেন প্রশান্ত কুমার সরকার।