চুয়েটে “১ম চুয়েট ইন্টারন্যাশনাল র‍্যাপিড রেটিং ওপেন চেস টুর্নামেন্ট ২০২৫’’ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি:চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর চেস ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো “১ম চুয়েট ইন্টারন্যাশনাল র‍্যাপিড রেটিং ওপেন চেস টুর্নামেন্ট ২০২৫” সম্পন্ন হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছেন এফ এম সুব্রত বিশ্বাস।  ১৬ মে শুক্রবার বিকালে চুয়েটের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) আয়োজিত উক্ত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া ।
এতে বিশেষ অতিথি ছিলেন ফিডে জোনাল কাউন্সিল, জোন ৩. ২ এর সভাপতি জনাব সৈয়দ শাহাব উদ্দিন শামীম। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ এর ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিপু কুমার দাশ, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোছাঃ রোকসানা খাতুন, ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক অধ্যাপক ড. মো. আবু মোয়াজ্জেম হোসাইন। চুয়েট চেস ক্লাব এর সভাপতি আলিফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩ ব্যাচের ছাত্র দিব্য দাস গুপ্ত।

উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতায় সার্বিক দায়িত্ব পালন করেন আন্তর্জাতিকভাবে অনুমোদিত ফিডে আর্বিটারগণ। দেশজুড়ে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ের অভিজ্ঞ দাবাড়ুরা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এতে আর্থিক সহযোগিতায় ছিলো মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, ক্লাব পার্টনার ছিলো চেস কোড একাডেমি এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিলো চুয়েটনিউজ২৪ডটকম ও দ্যা ডেইলি ক্যাম্পাস।

শেয়ার করুন