গণ অধিকার চর্চা কেন্দ্রের উদ্যোগে শাসনতন্ত্র কাঠামোর উপর আলোচনা সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান।

হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) :
গণ অধিকার চর্চা কেন্দ্রের উদ্যোগে শাসনতন্ত্র কাঠামোর উপর আলোচনা সভা নগরীর চকবাজার ডাঃ মাহফুজুর রহমান ল্যাবে ১ আগস্ট ২০২৫ শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে।
নুরুল হুদা মাষ্টারের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান।

গণ অধিকার চর্চা কেন্দ্রের সদস্য সচিব মশিউর রহমান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আজম ছাদেক, রিজওয়ানুর রহমান খান, এ.এইচ.এম নাসির উদ্দিন চৌধুরী, মোঃ আবুল কাসেম, ড. শিব প্রসাদ শূর, মোঃ নুরুল কাদের, ইউসুফ মুহম্মদ, হাসিনা আক্তার, সায়েম উদ্দীন, আব্দুল মাবুদ, আইয়ুব আলী,নুরুল হুদা, মোহাম্মদ শফি খান, সিঞ্চন ভৌমিক, রাজা মিঞা, দেওয়ান মামুন, মোরশেদ আলম, রোকন উদ্দীন আহমদ, মোহাম্মদ নুরুল হাদী, নাফিজ সালেহিন, আমান উল্লাহ খান, এস.এম কামরুল ইসলাম।

শেয়ার করুন