হাটহাজারী’র চেীধুরীহাট থেকে ৩৫ জুয়াড়ী আটক

হাটহাজারীতে জুয়ার আসর থেকে ৩৫ জনকে আটক করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।  গত শুক্রবার (১৪জুলাই) দিবাগত রাত সোয়া ১০টায় উপজেলার চৌধুরীহাটের পূর্বে শ্বশানঘাট এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে তাদের আটক করা হয়।  হাটহাজারী সার্কেলের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুমেরর নেতৃত্ব এ অভিযান পরিচালিত হয়।  আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  এ বিষয়ে মডেল থানায় জুয়া আইনে একটি মামলা হয়েছে (মামলা নং২২)
জানা যায়, বেশ কিছুদিন ধরে টিনসেড ও বেড়া নির্মিত জনৈক মুছা সওদাগরের পরিত্যক্ত ওই ঘরে পাহাড়াদার বসিয়ে প্রতিদিন জুয়ার আসর বসাতো একটি সিন্ডিকেট। প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জুয়া খেলায় মগ্ন থাকতো শ্রমজীবি মানুষ।  শুক্রবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুমের নেতৃত্বে মডেল থানার ওসি মোঃ বেলাল উদ্দিন জাহাঙ্গীর, ওসি অপারেশন মোঃ কামাল উদ্দিন, থানার এসআই ও এএসআইসহ পুলিশ ফোর্স সেখানে অভিযান পরিচালনা করে।  এসময় হাতেনাতে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৩৫ জনকে আটক করা হয় বলে পুলিশ জানায়।
এদিকে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম বলেন, “জুয়া খেলার সরঞ্জামাদিসহ হাতেনাতে ৩৫ জনকে আটক করা হয়েছে।  এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।