বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী এলাকার জনগনেকে শিক্ষিত ও সচেতন হওয়ার আহবান জানালেন বিএসএফ প্রধান কে কে শর্মা

বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারে শ্রেষ্ট নবীন নারী সৈনিক পাপিয়া আক্তারকে পুরস্কার তুলে দিচ্ছেন ভারতের বিএসএফ প্রধান কে কে শর্মা।

ভারতের বিএসএফ মহাপরিচালক কে কে শর্মা আইপিএস বলেছেন, সীমান্ত পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। উভয় দেশের সীমান্তবর্তী এলাকার জনগন শিক্ষিত এবং সচেতন হলে সীমান্তে হত্যা, চোরাচালান এবং মানবপাচার রোধ করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি। কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি আরো বলেন, বাংলাদেশের সাথে ভারতের সু সর্ম্পক অনেক পুরানো।

সৈনিকদের দক্ষতা, শৃঙ্খলাবোধ, মানষিক দৃঢ়তা ও আনুগত্যশীল থাকার কারণে ভারত-বাংলাদেশের সীমান্তে শান্তিপুর্ণ সহাবস্থান অনেক দৃঢ় হয়েছে। নবীন সৈনিকদের স্বাগত জানিয়ে তিনি বলেন, বুদ্ধিমত্তা ও সততা দিয়ে নবীনদের দক্ষ সৈনিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। আজ সকালে চট্টগ্রামের বাইতুল ইজ্জত এলাকায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজে বিজিবি’র ৯০তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারী নবীন সৈনিকদের উদ্দেশ্যে বিএসএফ মহাপরিচালক আরো বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে মহিয়সী নারীদের সক্রিয় অংশগ্রহন, অবদান ও আত্মত্যাগ অবিস্মরনীয়। বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ কর্মদক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। নারীরা একজন যোগ্য বিজিবি সদস্য হিসেবে গড়ে তুলবেন এমন প্রত্যাশা করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসেন, বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জোবায়ের সালেহীনসহ সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র মহা পরিচালক বিজিবি কমান্ড্যান্টকে সাথে নিয়ে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহন করেন। পরে নবীন বিজিবি সৈনিকরা ট্রিক ড্রিল, ডগ স্কোয়ার্ড প্রর্দশনী উপভোগ করেন প্রধান অতিথি।
কুচকাওয়াজ শেষে প্রশিক্ষণে অংশ নিয়ে বিভিন্ন বিষয়ে সাফল্য অর্জনকারী নবীন ৪ সৈনিককে পুরস্কার দেন। বিজিবি’র ৯০ তম রিক্রুট ব্যাচে অংশগ্রহনকারী ৪৩৩ জন নবীন সৈনিকের মধ্যে এবার শ্রেষ্ট নবীন সৈনিক নির্বাচিত হন পাপিয়া আক্তার।
…………………………………….
ক্যাপশন- পিক-১ । বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারে শ্রেষ্ট নবীন নারী সৈনিক পাপিয়া আক্তারকে পুরস্কার তুলে দিচ্ছেন ভারতের বিএসএফ প্রধান কে কে শর্মা।
পিক- ২ । কুচকাওয়াজে সালাম গ্রহন করছেন প্রধান অতিথি বিএসএফ’র মহাপরিচালক কে কে শর্মা ।
পিক-৩ । বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারে মাঠে তৃতীয় ব্যাচের নবীন নারী সৈনিকদের সমাপনী কুচকাওয়াজে অংশ গ্রহন।