বান্দরবানে উন্নয়ন কাজের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বীর বাহাদুর
দুর্গম পাহাড়ে জ্ঞানের আলো ছড়াবে থানচি কলেজ

থানচি থেকে ফিরে আল ফয়সাল বিকাশ, বান্দরবান :
বান্দরবান থানচি কলেজসহ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ জুলাই) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন ।

এ সময় বলিপাড়া ৩৩বিজিবি’র সিও লে: কর্ণেল মো: হাবিবুর হাসান পিএসসি, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তানভির আজম ছিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আবদুল আজিজ, থানচি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহাঙ্গির আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মং থোয়াই ম্যা রনি, সদর ইউপি চেয়ারম্যান মাংসার ম্রো, রেমাক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুই শৈ থুই মারমা রনি, তিন্দু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মং প্রু অং মারমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

থানচি কলেজ উদ্বোধন কালে প্রধান অতিথি বলেন, এখানকার জনগন অতি দরিদ্র। তাদের পক্ষে ছেলে মেয়েদের লেখা পড়া করানো কোন ভাবেই সম্ভব নয়। আজ কলেজটি চালু হওয়ার ফলে দরিদ্র শিক্ষার্থীরা সহজেই উচ্চ শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার বান্দরবানের ৩টি কলেজকে সরকারী করণ করেছে। উচ্চ শিক্ষার সুষ্ঠ পরিবেশ সৃষ্টি হয়েছে বলেই আজ বিভিন্ন জেলা থেকে বান্দরবানে প্রতিষ্ঠিত কলেজে পড়া শুনা করতে আসছে। তাই থানচি কলেজেও শিক্ষার মান ভাল হলে এ কলেজটিও সরকারী করণ করা হবে এবং পর্যায়ক্রমে সব ধরনের সুযাগ সুবিধা দেয়া হবে।

উল্লেখ্য, গণপুর্ত বিভাগের আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন থানচি ফায়ার স্টেশন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২৫ লাখ ব্যয়ে পুরাতন উপজেলা ভবন সংস্কার এবং ৪৫ লাখ টাকা ব্যয়ে থানচি উপজেলা রেষ্ট হাউজ উদ্বোধন করা হয়।

পরে পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি থানচি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভা যোগ দেন। জনসভা শেষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ডেউটিন এবং দুর্গম বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকায় সোলার প্যানেল বিতরণ করা হয়।

উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত থানচি রেষ্ট হাউজের উদ্বোধন করছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। -ছবি : প্রতিনিধি
থানচি উপজেলার বিদ্যুৎ বিহীন গ্রামে সোলার প্যানেল বিতরণ করছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। -ছবি : প্রতিনিধি