সিজেকেএস এর সহযোগিতায় এনএমআই-এ কারাতে প্রশিক্ষণ শুরু

চট্টগ্রাম : ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট (এনএমআই), বাংলাদেশ এর উদ্যোগে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় দক্ষিণ হালিশহরস্থ নাবিক প্রশিক্ষণ কেন্দ্রের ক্যাডেটদের মাঝে কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (৩১শে জুলাই) এই প্রশিক্ষণ শুরু হয়।

আন্তর্জাতিক সমুদ্রসীমানার বাইরে বিভিন্ন রুটে বিশেষত সোমালিয়ার উপকুলীয় অঞ্চলে জলদস্যূদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় নাবিকদের নিরাপত্তায় এই ধরনের প্রশিক্ষণ বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বলেই মনে করছেন এনএমআই এর কর্মকর্তাবৃন্দ।

বর্তমানে এনএমআই হতে প্রতি ৬ মাস অন্তর অন্তর ৬০ জন করে ক্যাডেট প্রশিক্ষণ নিয়ে বের হয়ে আসে। প্রতিটি ব্যাচের ক্যাডেটগণ তাদের নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে কারাতে প্রশিক্ষণ গ্রহণ করবে_এমনটাই জানালেন এনএমআই অধ্যক্ষ মাস্টার মারিনার ক্যাপ্টেন ফয়সাল আজিম।

কারাতে প্রশিক্ষণ প্রদানে প্রশিক্ষকসহ অন্যান্য প্রয়োজনীয় সহযোগীতা প্রদান করছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। ক্রীড়া হিসেবে কারাতের জনপ্রিয়তার পাশাপাশি এটির আত্মরক্ষামূলক উপোযোগীতার কথা বিবেচনায় রেখে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিজেকেএস যুগ্ম-সম্পাদক ও বাংলাদেশ কারতে ফেডারেশনের সহ-সভাপতি শাহজাদা আলম। তিনি বলেন-এটি অত্যন্ত সময় উপযোগী উদ্যোগ এবং এনএমআই ক্যাডেটদের মধ্যে যারা পরবর্তীতে আরও উচ্চতর প্রশিক্ষণ নিতে আগ্রহী তারা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায় যোগাযোগ করলে সিজেকেএস অধিকতর সহযোগীতা প্রদান করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস কারাতে কমিটির ভাইস-চেয়ারম্যান শেখ দিদার উদ্দিন, যুগ্ম-সম্পাদক তুলু উশ শামস, কারাতে কমিটির সদস্য ও স্থানীয় ওয়ার্ড কমিটির সদস্য আলী নেয়াজ সহ ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট এর কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের শেষে বর্তমান প্রশিক্ষণার্থী ক্যাডেটগণ একটি মনোজ্ঞ প্রদর্শনী উপস্থাপন করেন।

শেয়ার করুন