চকরিয়ায় ১৮শ ইয়াবা, চোরাই মোটর সাইকেলসহ যুবক আটক

চকরিয়ায় ১৮শ ইয়াবা, চোরাই মোটর সাইকেলসহ যুবক আটক

কক্সবাজার : জেলার চকরিয়ায় মোটর সাইকেলের সাইড বক্সের ভেতরে লুকিয়ে পাচারকালে ১৮শ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় নম্বর বিহীন চোরাই মোটরসাইকেলটি জব্দ করা হয়।

শুক্রবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়াস্থ আমতলী এলাকা থেকে ওই যুবককে আটক করা হয।

আরো পড়ুন : দুদকের ফাঁদে আটক ভুয়া দুদক কর্মকর্তা

অভিযানের সত্যতা নিশ্চিত করে মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, শুক্রবার রাতে কক্সবাজার থেকে মোটর সাইকেলযোগে বেশ কিছু ইয়াবা পাচার করা হচ্ছিল মর্মে গোপন সংবাদে হাইওয়ে পুলিশের একটি দল অভিযানে নামে। রাত সাতটার দিকে এএসআই খলিলুর রহমানসহ পুলিশদল মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়াস্থ আমতলী এলাকায় থামিয়ে মোটর সাইকেলসহ আরোহী মো. মহসিন আলম সুমনকে (২৬) আটক করে। পরবর্তীতে মোটর সাইকেল তল্লাসি করে ইঞ্জিলের সাইড বক্স থেকে ১৮শ ইয়াবা পাওয়া যায়।

ওসি বলেন, আটক যুবকের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুর্ব গাজীর পাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আহমদ রহমানের ছেলে। এব্যাপারে চকরিয়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।