ব্যাটিং-বোলিং ফিল্ডিং এর বিকল্প নেই বললেন সাকিব

অধিনায়ক সাকিব আল হাসান

বিশ্বকেপের পর প্রথম টেস্ট খেলতে নামছে বিসিবি একাদশ । বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)) বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের মোকাবেলা করতে যাচ্ছেন টাইগার বাহিনী। ব্যাটিং-বোলিং যাই করা হোক, শুরুটা ভালো করা জরুরি বলে মনে করছেন বিসিবি অধিনায়ক সাকিব আল হাসান।

আরো পড়ুন : জামিনে মুক্তি পেলেন মিন্নি
আরো পড়ুন : চীনে প্রাথমিক স্কুলে হামলা, ৮ শিশু নিহত

সাদা পোশাক ও লাল বলের ক্রিকেটে নবীনতম দল আফগানিস্তান।নবীন হলেও ভয় পাচ্ছেন না বাংলাদেশকে এমনটায় জানা যায়। অপর দিকে প্রায় দুই দশক ধরে টেস্ট খেলার তিতু অভিজ্ঞতা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামার আগে সাকিব বলেন, মৌলিক কাজগুলো ঠিকভাবে করতে হবে আমাদের। টেস্ট জিততে হলে এর বিকল্প নেই। এগুলো করতে পারলে আশা করি ভালো কিছু হবে।

ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্যাটসম্যানদের ওপর ভরসা করছি। কয়েক দিন ধরে কঠোর অনুশীলন করছে তারা। মাঠে সেটি বাস্তবায়ন করতে পারলে নিঃসন্দেহে ভালো কিছু হবে।

বোলারদের নিয়ে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বলেন, আমাদের ২০ উইকেট নেয়ার টার্গেট থাকতে হবে। যত দ্রুত তাদের গুটিয়ে দেয়া যায় তত ভালো। স্পিনারদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি পেসারদের অবদান রাখতে হবে। কোনো স্পিনারদের চেয়ে তাদের এগিয়ে থাকতে হবে।

শেয়ার করুন