বাইসাইকেল পেলেন কুতুবদিয়ার ৪৩ গ্রাম পুলিশ

বাইসাইকেল পেলেন কুতুবদিয়ার ৪৩ গ্রাম পুলিশ

চট্টগ্রাম (কক্সবাজার) : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়ায় ৪৩ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল উপহার দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (৫ জুলাই) দুপুরে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নুরের জামান চৌধুরী উপজেলা পরিষদ চত্বরে কুতুবদিয়ার ৬টি ইউনিয়নের ৪৩ জন গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল তুলে দেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী বলেন, ‘প্রত্যন্ত গ্রামকে সুরক্ষিত রাখতে অক্লান্ত পরিশ্রম করে গ্রাম পুলিশ। তারা মহল্লার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বজায় রাখার কাজে সার্বক্ষণিক নিয়োজিত থাকে। এই উপজেলার ৬ ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায়ে নিয়োজিত ৪৩ জন গ্রাম পুলিশকে সরকারিভাবে বাইসাইকেল উপহার দেয়া হয়৷

আরো পড়ুন : বিমানের সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত
আরো পড়ুন : চোরাই গরুসহ কারবারি আটক নাইক্ষ্যংছড়ি সীমান্তে

তিনি বলেন, ‘এই সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরো গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সকল তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।’

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাশ, প্রকৌশলী কামরুল হাসান, উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধুরী, দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী, লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আকতার হোছাইন, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দীন ছোটনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।