উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: চবি ভি.সি

আক্কাস উদ্দিন, আনোয়ারা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভি.সি ড. ইফতেখার উদ্দীন চৌধুরী বলেন, উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে নৌকা পক্ষে রায় দিন। বাঙালী জাতি বীরের জাতি অনেক দেশের ঔপনিবেশিক পরাধীনতার অবসান ঘটেছে বিনা রক্তপাতে কখনো গণভোটে কখনো আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে।

তিনি আরো বলেন, বিশ্বের বুকে একমাত্র বাঙালী জাতি নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রত্যাশিত বিজয় ছিনিয়ে এনেছিলো কিন্তু স্বাধীনতার অপশক্তি ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যা করার মধ্যে দিয়ে পরাজিত শক্তিরা বাঙালির রক্তে অর্জিত স্বাধীনতা কলস্কিত করার অপচেষ্টা করেছিল দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজও বাঙালি জাতি সমগ্র বিশ্বে বীরের জাতি হিসেবে পরিচিত।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সাতদিনব্যাপী বিজয় মেলার তৃতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা পরিষদের সদস্য এস.এম আলমগীর চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. এ মালেকের সঞ্চালনায় মেলার আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যাপক জয়নাল আবেদীন জুবাইর, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহসভাপতি রুপালী ব্যাংকের সাবেক পরিচালক আবুল কালাম চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, দক্ষিণ জেলা আওয়ামীলীগৈর সহ সভাপতি পিপি এডভোকেট সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আ ন ম টিপু সোলতান, দক্ষিণ জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, আনোয়ারা উপজেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সভাপতি শওকত আজিজ, মুক্তিযোদ্ধা আবদুল মন্নান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মাহবুবুর রহমান, আনোয়ারা কলেজ ছাত্রলীগের সভাপতি এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম আলমগীর তালুকদার, বটতলী শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা মো.আজগর।

এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ দক্ষিণ জেলা সভাপতি স ম হামেদ হোসাইন, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মন্নান, বৈরাগ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, ভূমি প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম, আওয়ামীলীগ নেতা জাফর উদ্দিন চৌধুরী, বারশত ইউপি চেয়ারম্যান কাইয়ুম শাহ, পরৈকোড়া ইউপি মামুনুর রশিদ চৌধুরী আশরাফ, চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরু, আনোয়ারা সদরের চেয়ারম্যান অসীম কুমার দেব, বরুমচড়া ইউপি পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সদস্য বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, কলিম উদ্দীন, মো. ইদ্রিছ, আনোয়ারা উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক মো. ছৈয়দ, আনোয়ারা উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শওকত ওসমান, সাধারন সম্পাদক এইচ.এম ওসমান গনি রাসেল, আনোয়ারা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আকবর, সাধারন সম্পাদক জাফর ইকবাল তালুকদার।