প্রকৌশলীদের সঙ্গে বৈঠক
অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের নির্দেশ মেয়রের

চট্টগ্রাম : অতিবর্ষণে সাম্প্রতিক সময়ে ক্ষতিগ্রস্ত নগরের রাস্তাঘাট মেরামতের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সোমবার (১৮ জুন) চসিকের প্রকৌশলীদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ প্রদান করেন তিনি।

বৈঠকে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবু ছালেহ, আনোয়ার হোসেন, মনিরুল হুদা, কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. ফরহাদুল আলম, বিপ্লব কান্তি দাশ, সুদীপ বসাক, অসীম বড়ুয়া ও আবু সিদ্দিক উপস্থিত ছিলেন।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন অতিবর্ষনের ফলে নগরের ৪১টি ওয়ার্ডে রাস্তার ক্ষয়ক্ষতি এবং করণীয় সম্পর্কে প্রকৌশলীদের নিকট জানতে চান। উপস্থিত কর্পোরেশনের প্রধান প্রকৌশলী অতিবর্ষণে নগরের ৪১টি ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সম্পর্কে একটি প্রতিবেদন বৈঠকে তুলে ধরেন। সিটি মেয়র নগরবাসীর চলাচলে যাতে কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে জরুরি ভিত্তিতে প্যাচওয়ার্কের মাধ্যমে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন